Home Blog elephant terror: কলাইকুন্ডা ও মানিকপাড়ায় খুনে হাতির পাল মেদিনীপুর সদরে,রাতভর হুলা হাতে...

elephant terror: কলাইকুন্ডা ও মানিকপাড়ায় খুনে হাতির পাল মেদিনীপুর সদরে,রাতভর হুলা হাতে গ্রামের বাইরে সকলে

37
0

 

চাঁদড়া:- ঝাড়গ্রামের মানিকপাড়া ও পশ্চিম
মেদিনীপুরের কলাইকুন্ডা এলাকায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে নটি হাতির একটি পাল হাজির হয়ে গেল মেদিনীপুরের সদরেকয়েকদিনে
এই পালের দ্বারাই অনেকগুলি মানুষের মৃত্যু ও বাড়িভাঙার ঘটনা ঘটেছে
৷ সেই হাতির পাল মেদিনীপুর সদরে প্রবেশ করতেই আতঙ্কে সারারাত গ্রামের বাইরে
গ্রমাবাসীরা ৷ ড্রাইভ করতে আসা হুলাপার্টি পড়লো ক্ষোভের মুখে ৷ মাথাব্যাথা
বনদফতরেরও ৷  

বনদফতর সুত্রে জানাগিয়েছে,
গত মঙ্গলবার রাতে হাতির ওই পালটি প্রবেশ করে মেদিনীপুর সদরের চাঁদড়ার শুকনাখালির
জঙ্গলে। বুধবার সন্ধ্যা থেকে হাতির ওই পালটিকে সরানোর চেষ্টা করে বনদপ্তর।
কোনোভাবেই
যাতে লোকালয়ে ক্ষতি না করতে পারে তার জন্য বিভিন্ন ভাবে তত্পর হয় বনবিভাগবুধবার রাতে ওই হাতির পাল জঙ্গল থেকে বেরিয়ে হাজির হয়ে যায় লোকালয়ের
কাছে ৷ দ্রুত হুলাপার্টিকে নিয়ে বের হয় বনদফতর ৷ হাতির ওই পালকে
সরাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় হুলা টিমের সদস্যদের।

 এদিন রাত্রি আটটা থেকে হাতির পাল নেমে পড়ে
গুড়গুড়িপাল থানার ভ্রমরমারা গ্রামের ধান জমিতে। গ্রামবাসীরা চেষ্টা করলেও সরাতে
পারেনি। পৌঁছায় হুলা টিমের সদস্যরা।
কোনোভাবে ধানজমি থেকে
হাতির পালকে সরিয়ে কংসাবতী নদীর উদ্দেশ্যে রওনা
করিয়ে দেয়।তবে মাঝে মাঝে রুখে দাঁড়ায় হিংস্র ওই হাতির পাল।
কিন্তু হুলা টিম সতর্ক থাকায় কোনরকম অঘটন ছাড়াই মেদিনীপুর ধেড়ুয়া সড়কের কাছে
পৌঁছায় পালটি। তখনকে কয়েকশো স্থানীয় মানুষজন ব্যারিকেট তৈরি করে রাস্তায়
,
যাতে হাতির পাল তাদের কৃষি জমিতে না নেমে পড়ে। মানুষের ক্ষোভের
কারনে দীর্ঘক্ষণ চেষ্টার পরেও হাতির পাল পেরোতে পারেনি ওই রাস্তা।
অন্যদিকে হুলা টিমের মজুদ তেল শেষ হওয়ায় তারাও ফিরে আসে। সেই সময় পাশাপাশি
এলাকার বাসিন্দারা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। তাদের
প্রশ্ন, -“হাতির পালকে কৃষি জমিতে ছেড়ে দিয়ে হুলা টিম পালিয়ে যাচ্ছে কেন?” হেনস্তার শিকার হন চাঁদড়া বিট অফিসার অসিত মন্ডলও। পরে বনদপ্তরের কর্মীরা
পরিস্থিতি সামাল দেয়।
তাহলেও রাতভর গ্রামপাহারা দিতে হয়েছে গ্রামবাসীদের৷

জানা গিয়েছে, কলাইকুন্ডা এলাকায় হাতির ওই পালটিকে সরাতে গিয়ে হাতির হানায় হুলা টিমের
সদস্যরাও আক্রান্ত হয়ে
ছিলেন। সেই দিক চিন্তা করেই এদিন
প্রথম থেকেই সতর্ক ছিল হুলা টিমের সদস্যরা। এদিন কয়েক বিঘা ধানের জমির ক্ষতি
হয়েছে হাতির হানায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে
, হাতির ওই
পালটি চাঁদড়ার আমাঝর্ণার জঙ্গলের ডেরা বেঁধেছে এবং নতুন করে বাঁকুড়া থেকে আসা
আরও একটি দল চাঁদড়ার চাপাশোলের জঙ্গলে প্রবেশ করে। ফলে হাতির দুটি দলকে নিয়ে
চিন্তায় বনদপ্তর।



Previous articleTET-SSC scam: সিপিএম আমলে ইন্টারভিউ ছাড়াই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ৩০০, মেদিনীপুর কলেজে ৮২ জনের চাকরি,দাবি উঠলো তদন্তের
Next articleExploring Fashion and Expression

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here