Home Medinipur Live Madhyamik: পরীক্ষার্থীদের রাস্তায় হাতি! ঐরাবত নিয়ে একদিন আগেই রাস্তায় দাঁড়িয়ে বনদপ্তর

Madhyamik: পরীক্ষার্থীদের রাস্তায় হাতি! ঐরাবত নিয়ে একদিন আগেই রাস্তায় দাঁড়িয়ে বনদপ্তর

53
0

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর সহ গড়বেতা চন্দ্রকোনা ও গোয়ালতোড় এলাকার বহু মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের পৌঁছাতে হাতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ওই হাতির উপর দ্রুত এলাকা গুলিতে জেলা প্রশাসনের নির্দেশে কড়া পদক্ষেপ বনদপ্তরের। হাতির এলাকায় সরু রাস্তায় বাসের ব্যারিকেড করে দিল বনদপ্তর। মোতায়েন করা হলো বনদপ্তরের কর্মী। অন্যদিকে হাতির করিডর এলাকায় বিশেষ এসকর্ট সহযোগী ছাত্র-ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তৈরি হল বনদপ্তরের টিম। সমস্ত ভাবে প্রস্তুত বলে মেদিনীপুরে জানালেন জেলা শাসক খুরশেদ আলী কাদেরী।

গত দু’বছর আগে জলপাইগুড়িতে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় হাতির হামলায় মারা গিয়েছিল এক ছাত্র। সেই ঘটনার পর কোনরকম হাতি উপদ্রুত এলাকায় ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। জেলাশাসকের নির্দেশে বনদপ্তরের পক্ষ থেকে প্রত্যেকটি এলাকায় হাতির অবস্থান চিহ্নিত করে বিশেষ প্রতিরক্ষা টিম নামিয়ে দেওয়া হয়েছে। মেদিনীপুর সদরের চাঁদড়া সহ গুড়গুড়িপাল,ধেড়ুয়া এলাকাতে রবিবার সকাল থেকে বনদপ্তর মাইকিং করে মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপদ রাস্তায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। বনকর্মীদের উপস্থিতিতে বিভিন্ন রাস্তা দিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে মাইকিং করে বনদপ্তর।

  • YouTube player

বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে-সরু বাইক যাওয়ার হাতি উপদ্রিত এলাকার রাস্তাগুলিতে বাসের ব্যারিকেড করে বন কর্মী মোতায়েন করে রাখা হয়েছে। যাতে বনদপ্তরের অনুমতি ছাড়া সেই রাস্তা দিয়ে কোন পরীক্ষার্থী যাতায়াত করতে না পারে। বড় রাস্তাগুলিতে বনদপ্তরের ঐরাবত এসকর্ট সহযোগে একসঙ্গে অনেক মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্র পর্যন্ত নিয়ে যাতায়াত করবে বনদপ্তরের টিম। রাতেও সক্রিয় থাকবে হুলা পার্টি।

জেলাশাসক খুরশেদ আলী কাদেরী জানিয়েছেন-সক্রিয় পদক্ষেপ নেওয়া হচ্ছে সব জায়গাতেই। জঙ্গলমহলে হাতি যেখানে রয়েছে সেখানে কোনোভাবেই যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে সমস্যায় না পড়েন তার জন্য সব প্রস্তুতি করে দেওয়া হয়েছে।

Previous articleMohonpur bridge : মোহনপুর ব্রীজে এবার ভার মাপার মেসিন, বসছে ব্রীজের দুই প্রান্তেই
Next articleKeshpur : রাতে চোলাইয়ের গন্ধে গ্রামে ঢুকলো পুলিশ ,বাড়ি ছেড়ে পালালো কারবারিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here