Home Medinipur Live Elephant: মশাল পাটি ব্যর্থ! আনন্দপুরে প্রবেশ করল হাতির দল

Elephant: মশাল পাটি ব্যর্থ! আনন্দপুরে প্রবেশ করল হাতির দল

80
0

Salboni: জাতীয় সড়ক পেরিয়ে হাতির দল প্রবেশ করল আনন্দপুরের জঙ্গলে। এর আগেও ওই জঙ্গলে হাতির দল প্রবেশ করেছিল। জঙ্গলের পর পুরো কৃষি জমি এবং ঘরবাড়ি। আর কোনো জঙ্গল নেই। ফলে একই পথে আবার ফেরত আনতে নাজেহাল অবস্থা হয়েছিল বনদপ্তরের। যে কারণে আগে থেকেই সতর্ক ছিলেন বনকর্মীরা। জাতীয় সড়কের উপর মোতায়েন ছিল মশাল বাহিনী। কিন্তু হাতি ওই জঙ্গলের দিকে এগিয়ে যাওয়ায় পথ ছেড়ে দিতে বাধ্য হন মশাল বাহিনী। এক বনকর্মী বলেন, “হাতির গতিপথে জোরালো বাধা সৃষ্টি করলে, হাতি ক্ষিপ্ত হয়ে উঠবে।”

গত শুক্রবার ঝাড়গ্রাম থেকে ৫০ টি হাতির একটি দল প্রবেশ করে মেদিনীপুর সদরের চাঁদড়ার জঙ্গলে। রাতেই চলে যায় ভাদুতলার রেঞ্জের কালিবাসা এলাকায়। পরের দিন অর্থাৎ রবিবার ভোরে গোদাপিয়াশালের চন্দন কাঠ এলাকার জঙ্গলে প্রবেশ করে। রবিবার সন্ধ্যা বেলা লোকালয়ের কৃষি জমিতে নেমে পড়ে। স্থানীয় মানুষজন মশাল নিয়ে হাতির দলটিকে সরানোর চেষ্টা করলে পাশাপাশি এলাকার একাংশ মানুষজন নিজেদের জমির ফসল বাঁচাতে হাতির গতিপথে বাধা সৃষ্টি করে। যার ফলে হাতির পালকে সরাতে সক্ষম হয়নি মশাল বাহিনী।

সোমবার বিকেলেও ওই এলাকায় ফের দেখা গিয়েছে। বেশ কিছু অতিউৎসাহিত যুবককে ভিড় করতে দেখা গিয়েছে হাতি দেখতে। মাঝে মধ্যে একটি হাতি তাড়া করেও আসছে তাদের দিকে। সন্ধ্যাবেলা মশাল বাহিনী হাতির দলটিকে আড়াবাড়ির জঙ্গলের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু হাতির দল আড়াবাড়ির জঙ্গলের দিকে না গিয়ে ভাদুতলা-শালবনী জাতীয় সড়ক পেরিয়ে আনন্দপুরের জঙ্গলের দিকে এগোতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে বনদপ্তর গোদাপিয়াশাল এলাকায় জাতীয় সড়কে মোতায়েন করে মশাল বাহিনী। কিন্তু হাতির দল সেই বাধা অতিক্রম করে প্রবেশ করে আনন্দপুরের জঙ্গলে। গত চারদিনে হাতির ওই দলের আনাগোনাতে ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি ফসলের। এখনো জমিতে রয়েছে পাকা ধান। আলুও লাগানো হয়েছে। ওই দুই ফসলের ব্যাপক ক্ষতির সম্মুখীন কৃষকরা। বনদপ্তর থেকে জানা গিয়েছে, হাতির দলটিকে বাঁকুড়ার জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিভিন্ন এলাকায় ফসল বাঁচাতে গিয়ে কৃষকরা হাতির গতিপথে বাধা সৃষ্টি করছেন।

#Elephant, #elephantattack, #cropsdamaged #elephanthard, #মশালপার্টি,#হাতির দল,

Previous articlePotato export : আলুর দাম দেখতে বাজারে পুলিশ! সঙ্গে আধিকারিকরা
Next articleDilip Ghosh:বাংলাদেশে আবার ফৌজ আছে নাকি ? আমাদের সিভিক পুলিশই পিটিয়ে ঠান্ডা করে দেবে ওদের: দিলীপ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here