Home Medinipur Live Elephant: গভীর রাতে হাতির হামলা কেশপুরে,৪০ টি হাতি করে দিল তছনছ

Elephant: গভীর রাতে হাতির হামলা কেশপুরে,৪০ টি হাতি করে দিল তছনছ

47
0

Keshpur : জঙ্গলমহল ছেড়ে হাতির পালের হানা এবার পশ্চিম মেদিনীপুরের কেশপুর এলাকাতে ৷ মঙ্গলবার ভোর রাতের দিকে প্রায় ৪০ টির মতো হাতি সংলগ্ন জঙ্গল থেকে প্রবেশ করে কেশপুর ব্লকের ৬ নম্বর অঞ্চলে ৷ গ্রামবাসীরা হাতির উপস্থিতি নিয়ে টের পায় নি ৷ ফলে কোনো কিছু বোঝার আগেই হাতির হামলাতে বিঘের পর বিঘের আলুর জমি তছনছ হয়ে গিয়েছে ৷ ভোরের দিকে বোঝার পরে বনদফতরের সহযোগীতায় হাতির পালকে পুনরায় চন্দ্রকোনা সংলগ্ন জঙ্গলের দিকে পাঠাতে সক্ষম হয়েছে৷ ততক্ষনে ক্ষতি হয়ে গিয়েছে প্রায় ৩০ বিঘার বেশি জমির ফসল ৷ 

কেশপুরের তালতলা এলাকা দিয়ে প্রবেশ করে ডুরা, তাতারপুর ,ইশনা, মোহনপুর এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। চাষীদের চোখের সামনেই তাদের আলুর জমির উপর ক্ষতি করে। প্রায় ৩০ বিঘার বেশি ফসল কম বেশি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এরপরে ব্লক অফিসের পক্ষ থেকে তৎপরতা বাড়িয়ে দেওয়া হয়। ওই এলাকার পাশাপাশি লোকজনকে সতর্ক করে, বনদপ্তরকে সজাগ থাকতে অনুরোধ করে কেশপুর ব্লকের বিডিও কৌশিশ রায় সহ আধিকারিকরা। সেই সাথে ক্ষতিগ্রস্ত এলাকার হিসেব কষা শুরু হয়েছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।

বনকর্তারা জানিয়েছেন, হাতির পালটি গোয়ালতোড়ের জঙ্গল হয়ে আড়াবাড়ির পথে শালবনী ঘুরে প্রবেশ করেছিল কেশপুরের ৬ নম্বর অঞ্চলের ওই অংশে ৷ সেখানে অতর্কিত ভাবে হামলা করে এই ক্ষতি করেছে গতিপথ পরিবর্তন করে ৷ তবে তারপরে যাতে পুনরায় ওই দিকে না যায় তার জন্য পদক্ষেপ শুরু হয়েছে মঙ্গলবার বিকাল থেকে ৷ 

Previous articleChild adoption: ১৩ বছর আগে খড়গপুর স্টেশনে ফেলে গিয়েছিল কেউ, ইটালি থেকে এলো বাবা মা
Next articleCPIM-BJP : বিজেপি মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগে সরব সিপিআইএম। পাল্টা মিছিল তৃণমূলের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here