Home Blog Elephant attack : বৃষ্টির কারণে অপেক্ষা করছিল হুলাপার্টি, সেই সুযোগে একাধিক বাড়ি...

Elephant attack : বৃষ্টির কারণে অপেক্ষা করছিল হুলাপার্টি, সেই সুযোগে একাধিক বাড়ি ভাঙলো হাতির দল

32
0

 

ঝাড়গ্রাম: কয়েক মাস ধরেই ঝাড়্গ্রাম
জেলার অন্যান্য স্থানের সঙ্গে মানিকপাড়া এলাকায় ব্যাপক তাণ্ডব চালাচ্ছিল হাতির
পাল। একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সম্প্রতি নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছিল
হাতির হামলায় বাড়ি ভেঙে
দেওয়া। এমন ৩৫টি হাতিকে মানিকপাড়া ছাড়া
করতে বড় উদ্যোগ নেওয়া হয়েছিল মঙ্গলবার বিকেলে। শুরু হয়ে যায় প্রবল বর্ষণ।
বেলপাহাড়ি থেকে দুঁদে হুলা পার্টির সদস্যরা অপেক্ষা করছিলেন বৃষ্টি কমার। সন্ধে
নাগাদ সেই সুযোগকে কাজে লাগিয়েই বহু হাতি প্রবেশ করে গেল মানিকপাড়ার গোলবাঁধি
গ্রামে। মুহূর্তে তছনছ একাধিক বাড়ি।রাতেই হুলা নিয়ে জঙ্গলে হুলাপার্টি ৷

 

 

স্থানীয়রা জানাচ্ছেন, ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া রেঞ্জ এর বাড়িভাষা বিট সংলগ্ন এলাকায় ৩৫ টি
হাতি সম্প্রতি এসে হাজির হয়েছিল। সম্প্রতি একাধিক মানুষ খুন, বাড়ির ভেঙে তছনছ
করার কথা মাথায় রেখে বড় উদ্যোগ নেয় বনদপ্তর। মঙ্গলবার ঝাড়গ্রামের বেলপাহাড়ি
এলাকা থেকে বেশ কিছু হুলা পার্টির সদস্যদের তুলে আনা হয়েছিল হাতি তাড়ানোর জন্য।
ছিল হাতি তাড়ানোর মজবুত ঐরাবত গাড়িও। সবদিক থেকে তুখোড় হুলা পার্টির সদস্যদের
কাজে লাগানোর চেষ্টা হয়েছিল। কারণ সম্প্রতি ঝাড়গ্রামে হাতি তাড়াতে গিয়ে দুই
হুলা পার্টির সদস্য হাতির হামলায় মারা গিয়েছিলেন। সবাই সব রকম ভাবে প্রস্তুত
হয়ে মঙ্গলবার বিকেলে মাঠে নামার আগেই শুরু হয়ে যায় প্রবল বর্ষণ।বাধ্য হয়ে হাতি
তাড়ানোর টিম অপেক্ষা করছিল নির্দিষ্ট স্থানে ৷

 

গ্রামবাসীদের দাবি, বর্ষণের মাঝেই বহু হাতি মানিকপাড়ার গোলবাঁধি গ্রামে প্রবেশ করে যায়।
একের পর এক ইটের মজবুত বাড়িকেও ভেঙে ফেলে তারা খাবারে খোঁজে। গ্রামবাসীরা আতঙ্কিত
হয়ে সরে যান। পরে কোনভাবে হাতিকে তাড়িয়ে এলাকা ছাড়া করে। তবে ঘটনায় আতঙ্ক
তৈরি হয়। পরিস্থিতি দেখে রাতেই বিশাল মশাল হাতে হুলা পার্টির সদস্যরা হাতি
তাড়ানো শুরু করেন।




Previous articleAgriculture : দেরিতে বর্ষা,চাষ কম ৪৯ হাজার হেক্টর, “চাষে নামলেই ফসল বীমার সম্পূর্ণটা দেব আমরা”-মেদিনীপুরে ঘোষণা জেলা শাসকের
Next articleHeavy Rain: দুদিনের বর্ষণেই প্রভাব ঘাটালে, ১২ ঘণ্টার মধ্যেই নদীর উপরে থাকা ৭টি সেতু ভেঙে নষ্ট, জল ঢুকলো বিভিন্ন বাড়িতে ও হাসপাতালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here