Home Blog Elephant attack : গভীর রাতে খাবারের খোঁজে মাটির বাড়িতে ধাক্কা হাতির, দেওয়াল...

Elephant attack : গভীর রাতে খাবারের খোঁজে মাটির বাড়িতে ধাক্কা হাতির, দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার

22
0

 

ঝাড়গ্রামঃ ফের খাবারের খোঁজে
গ্রামে প্রবেশ হাতির৷ গভীর রাতে সকলেই রাত দুটো নাগাদ যখন গভীর ঘুমে ,তখন মাটির
বাড়ি ভেঙে খাবার খোঁজার চেষ্টা করে হাতি ৷ মাটির দেওয়াল ভেঙে বাড়িতে ঢোকার
চেষ্টা করতেই ভারী মাটির দেওয়াল চাপা পড়ে যায় ভেতরে থাকা বৃদ্ধার ওপরে ।
ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর । এরপরেও এলাকাতে গবাদি পশুকে মারা ছাড়াও ধানের জমিতে
ক্ষতি করেছে বিশাল হাতির পাল । ফলে বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে হাতির আতঙ্ক
এলাকাতে ৷ পুরো ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার প্রতাপপুর গ্রামে ৷
মৃতা বৃদ্ধার নাম ভেদি মাহাতো(৭০)৷

এই মুহুর্তে ঝাড়গ্রাম জেলা জুড়ে
হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। শতাধিক হাতি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় তান্ডব
চালিয়ে ফসলের যেমন ক্ষতি করছে তেমনি প্রাণ হানির ঘটনা ঘটছে। বুধবার রাত্রি প্রায়
দুটো নাগাদ একদল হাতি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের
প্রতাপপুর গ্রামে খাবারের সন্ধানে ঢুকে পড়ে। ওই গ্রামে ঢুকে হাতির দলটি তাণ্ডব
শুরু করে। খাবারের খোঁজে হাতির পালটি একটি বাড়িতে ধাক্কা দিলে সেই বা়ড়ির ভারি
মাটির দেওয়াল বাড়ির ভেতরে উল্টে যায় ৷ ভেতরে সেই সময় ঘুমাচ্ছিলেন এক বৃদ্ধা ভেদি
মাহাতো ৷ তিনি চাপা পড়ে যান ৷ বৃদ্ধার ছেলে সহ পরিবারের লোকেরা পাশের রুমে
ঘুমাচ্ছিলেন ৷ তারা দেওয়াল ভাঙার আওয়াজ পরে সাবধান হয়ে যান ৷ প্রতিবেশীদের সাহায্য
নিয়ে কোনোভাবে হাতিকে সরিয়ে মাকে উদ্ধারের চেষ্টা করেন ৷ ততক্ষনে ভেদি মাহাতো(৭০)
নামে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছিল ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় সাঁকরাইল থানার পুলিশ।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম
মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।

ওই এলাকাতে প্রায় ৭০ টি হাতি
রয়েছে কয়েক সপ্তাহ ধরে ৷ প্রানহানি ছাড়াও বহু গবাদি পশুকেই মাঠে মেরে ফেলেছে ৷
ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক পরিমান ৷ স্থানীয়দের মধ্যে এই বিশাল হাতির পালের
উপস্থিতির কারনে আতঙ্ক তৈরী হয়েছে ৷ যদিও বনদফতর ক্ষতিপুরন দ্রুত দেওয়া হবে বলে
আস্বাস দিয়েছে৷ 



Previous articleMidnapur Live: বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে স্ত্রী,খবর শুনেই নিজেও আত্মহত্যা করতে জলট্যাঙ্কের মাথায় যুবক
Next articleTMC-Kurmi :”দেওয়াল লিখতে বাধা দিলে আমরা চুড়ি পরে বসে নেই, দেওয়াল আমরা লিখবো”, ফের হুঁশিয়ারি অজিত মাইতির, পাল্টা ধিক্কার পোস্টারে কুড়মি সম্প্রদায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here