Home Blog elephant attack: অতি উৎসাহী যুবদের তান্ডবে অতিষ্ঠ হাতি,সকালে ভাঙলো ঐরাবত,বিকালে মোটরবাইক-সাইকেল

elephant attack: অতি উৎসাহী যুবদের তান্ডবে অতিষ্ঠ হাতি,সকালে ভাঙলো ঐরাবত,বিকালে মোটরবাইক-সাইকেল

95
0

 

খড়গপুর: জঙ্গলের পাশে থাকা
হাতিকেও বিভিন্নভাবে উত্তপ্ত করণ। উত্তপ্ত হাতি শুক্রবার সকাল থেকে একাধিক স্থানে
চালালো তান্ডব। সকালে ড্রাইভ করার সময় দলছুট হাতি ভাঙলো বনদপ্তরের ঐরাবত গাড়ি।
বিকেলে হাতি দেখতে যাওয়া যুবদলের মোটর বাইক ও সাইকেল ভেঙে তছনছ করলো আরও একটি
হাতি। বনদপ্তরের দাবি-  “হাতিকে
উত্ত্যক্ত করার চূড়ান্ত চেষ্টা চলছে বিভিন্ন স্থানে। যে কারণে বারবার আক্রমণের
ঘটনা ঘটছে”।

ঝাড়গ্রাম এর মানিকপাড়া এলাকায়
দলছুট একটি হাতি লোকালয় সংলগ্ন এলাকায় হাজির হয়ে গিয়েছিল। খড়গপুর ও মানিকপাড়ার
সীমানা সংলগ্ন জঙ্গলে হাতিকে লোকালয় থেকে সরানোর চেষ্টা করছিল বনদপ্তর। তার আগেই
অতি উৎসাহী লোকজনের উত্তপ্ত করণে হাতি বিক্ষিপ্তভাবে ছোটাছুটি শুরু করে দিয়েছিল।
মানিকপাড়ার বনকর্মীরা কলসিভাঙ্গা এলাকায় ওই দলছুট হাতিটিকে লোকালয় থেকে জঙ্গলে
পাঠানোর চেষ্টা করছিল। তখনই পাল্টা বনদপ্তরের ঐরাবত গাড়ির উপর হামলা করে হাতিটি।
ভেঙে যায় গাড়ির কাঁচ ও বিভিন্ন অংশ।

অন্যদিকে মেদিনীপুর সদরের জঙ্গল
থেকে দশটি হাতি শুক্রবার ভোরেই প্রবেশ করেছিল কলাই
কুন্ডা জঙ্গল
এলাকায়। কলাইকুন্ডা রেঞ্জের জটিয়াতে হাতি এসেছে জানতে পেরে স্থানীয় একদল যুবক
শুক্রবার
বিকালে বাইক ও সাইকেল নিয়ে হাজির হয়ে গিয়েছিল জঙ্গল সংলগ্ন
এলাকায়। জটিয়া কেনাল পাড়ে বাইক ও সাইকেল রেখে জঙ্গলের কাছে গিয়ে হাতি দেখার
চেষ্টা করছিল। এর মধ্যে অনেকেই আবার হাতিকে উত্তপ্ত করার চেষ্টা করছিল বিভিন্ন রকম
শব্দ করে। তখনই একটি হাতি রেগে গিয়ে পাল্টা হামলা করে। যুবকেরা বাইক ও সাইকেল
ফেলে পালালে হাতিটি
দৌড়ে গিয়ে ওই বাইক ও সাইকেলগুলিতে হামলা
করে। ভেঙে তছনছ করে দেয় অনেকটাই।

অপরদিকে শুক্রবার
সন্ধ্যায় মেদিনীপুর সদরের পলাশিয়া এলাকায় পিচরাস্তার ওপর উঠে পড়ে হাতি। খবরপেয়ে
দুর্ঘটনা এড়াতে দ্রুত বনদপ্তরের কর্মীরা হাতিগুলিকে জঙ্গলের দিকে পাঠিয়ে দেয়।

বনদপ্তরের কর্মীরা
জানাচ্ছেন-” খাবারের খোঁজে হাতিগুলি লোকালয় সংলগ্ন এলাকায় গেলেই নানাভাবে
উত্ত্যক্ত করছে অনেকেই। হাতিগুলি যেকারণে রেগে যাচ্ছে
, বিভিন্ন জায়গায় হামলা করছে। গ্রামবাসীদের এই বিষয়ে সতর্ক করছি।
প্রাণহানির আশঙ্কা থাকছে এর দ্বারা। আমরা সকলকেই সাবধান হতে অনুরোধ করেছি।”




Previous articleBrown sugar: ​বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে জলেশ্বর প্রবেশ,পুলিশের হাতে গ্রেপ্তার মেদিনীপুরের ৩, বাজেয়াপ্ত ৩০ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার
Next articleRed Chandan:পশ্চিম মেদিনীপুরও এবার লালচন্দন,গাছ কাটা-আগুন লাগানো আটকাতে বিধানসভাতে আইনের উদ্যোগ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here