Home Blog Elephant attack:মাঠের ধান ঘরে,মাঠ ঘুরে হাতির পাল ছিটেবেড়ার বাড়ি ভেঙে খেল ধান

Elephant attack:মাঠের ধান ঘরে,মাঠ ঘুরে হাতির পাল ছিটেবেড়ার বাড়ি ভেঙে খেল ধান

28
0

মেদিনীপুর: চাঁদড়া এলাকাকে মাত্র এক মাস কিছুটা স্বস্তি দিয়েছিল হাতির পাল। বৃহস্পতিবার ভোরে ফের  ছিটেবেড়ার বাড়ি ভেঙে ভিতরে থাকা ধান লুট করে খেলো হাতিগুলি। নতুন করে আতঙ্ক ওই এলাকায়।

কয়েকদিন আগেই ১৩ টি হাতি চাঁদড়া রেঞ্জ এলাকায় প্রবেশ করেছে। সেই হাতির পাল বুধবার রাত সাড়ে দশটা নাগাদ জঙ্গল থেকে বেরিয়ে খাবারের খোঁজে হাজির হয় পানিডিহা গ্রামের পাশে। গ্রামের পাশে সদ্য রোওয়া ধানের জমিতে তান্ডব করে। গ্রামবাসীদের দাবি বনদপ্তর ও হুলা পার্টি ওই সময় কেউই ছিল না ওই এলাকাতে। এরপর হাতিকগুলি সেখান থেকে এগিয়ে গিয়ে রাত একটার পর হাজির হয়ে যায় বেড়া গ্রামে।

গ্রামবাসীরা তখন ঘুমে আচ্ছন্ন। হঠাৎ দুমদাম আওয়াজে সতর্ক হয়ে যান সকলে। এলাকাবাসীরা বুঝতে পারে গ্রামে অনেকগুলি হাতি প্রবেশ করে গিয়েছে। ওই হাতির দলারি কয়েকটি স্থানীয় বাসিন্দা উত্তম কুটি-র ছিটেবেড়ার বাড়িতে হামলা চালায়।

মাঠ থেকে ধান কেটে ওই বাড়ির মধ্যে বস্তা করে রেখেছিলেন উত্তমবাবু। হাতির দল বুঝতে পেরে গ্রামে ঢুকে ওই বাড়িতেই। ছিটেবেড়ার দেওয়াল ভেঙে ভেতর থেকে ধান বস্তা বের করে খেয়ে নেয় হাতিগুলি। বাড়ির দেওয়াল ভাঙ্গার সাথে সাথে ভেতরে থাকা বাইকটিরও ক্ষতি করেছে হাতি।

অনেকক্ষণ তাণ্ডব চালানোর পর হাতগুলি এলাকা ছাড়ে। এই ঘটনায় ওই গ্রামে আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। বনদপ্তরের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত উত্তমবাবু।


Previous articleD A : “সরকার DA দেবে, মামলা মোকদ্দমা না করে সরকারের সঙ্গে সমঝোতায় আসুন, সরকার বঞ্চিত করবেনা”-সরকারি কর্মচারী ফেডারেশনের সভায় বললেন মানস ভূঁইয়া
Next articleForest fire: দুদিন ধরে জঙ্গলে ভয়ানক আগুন, ফেলিং এর কাঠ পুড়ে ছাই,পুলিশে অভিযোগ বনদফতরের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here