Home Blog Elephant attack:মহুলের খোঁজে জঙ্গলে মুখোমুখি মানুষ ও হাতি, হামলায় মৃত্যু হল তিনজন...

Elephant attack:মহুলের খোঁজে জঙ্গলে মুখোমুখি মানুষ ও হাতি, হামলায় মৃত্যু হল তিনজন বাসিন্দার

31
0

 

ঝাড়গ্রাম: বনদপ্তরের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই মহলের খোঁজে জঙ্গলের গভীরে গিয়েছিলেন গ্রামবাসীরা। রাতেই ঝাড়খণ্ডের সীমা পার হয়ে ওই জঙ্গলে হাতিও হাজির হয়েছিল মহুলের খোঁজে। বিষয়টি জানতেন না গ্রামবাসীরা। অতর্কিতভাবে শুক্রবার দুপুরে হাতির মুখোমুখি হয়ে যায়। পরপর তিনটি স্থানে তিনজনকে আছড়ে দুমড়ে মেরে ফেলল হাতি। এই নিয়ে এক সপ্তাহে ঝাড়গ্রাম জেলাতে হাতির হামলায় মৃত্যু হল আটজনের।

শুক্রবার ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি থানার দলদলিতে ।হাতির হামলায় মৃত্যু ১ মহিলা সহ তিনজনের। গত সাতদিনে ঝাড়গ্রাম জেলায় মোট আট জনের মৃত্যু হল। আহত একজন। স্থানীয়রা জানাচ্ছেন, জঙ্গলে মহূল কুড়াতে গিয়ে হাতির আক্রমনে এক মহিলা সহ এই মোট ৩ জনের মৃত্যু হয়েছে দলদলি ও ভোলাভেদার জঙ্গলে। মৃতদের নাম  গুরুচরন মাহাত,সরোজ মাহাত,সুবলা পাল ।  

স্থানীয় সূত্রে জানা গেছে, মহুল কুড়াতে জঙ্গলে গিয়েছিলো এরা। মহুল হাতিরও অত্যন্ত প্রিয়। আগের রাতে ঝাড়খন্ড এর দিক থেকে যে হাতির একটা দল নেমে এসেছে তা জানতো না কেউ। ফলে সকালে দলদলির জঙ্গলে মহুল কুড়ানোর সময় হাতি এসে পড়লে পালাতে পারেননি প্রথম এক ব্যাক্তি। তাকে আছড়ে মারে হাতি। ওই সময়েই অপর দিকে ভুলাভেদার জঙ্গলে বেলা ১টা নাগাদ ফের আর এক মহিলাকে তুলে আছাড় মারে। ঘটনা স্থলেই মৃত্যু হয় ঐ মহিলার। ৫০০মিটারের মধ্যে আরো একজনকে আছাড় মারে। মৃত্যু হয় মোট তিন জনের। 

বারবার হাতির হানায় মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ তৈরী হয়েছে জঙ্গল মহল জুড়ে। বৃহস্পতিবারই স্থানীয় জঙ্গল মহল স্বরাজ মোর্চার নেতা অশোক মাহাত জেলাশাসক এর মাধ্যমে আট দফা দাবি মুখ্যমন্ত্রী র কাছে পাঠান। যেখানে হাতির উপদ্রব নিয়ন্ত্রণের দাবিও করেছিলেন।  তারপরেই শুক্রবারের এই কান্ড নতুন করে আতঙ্ক তৈরি করেছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তের জঙ্গলমহলের বাসিন্দাদের কাছে।


Previous articleelephant attack: খাবারের খোঁজে হাতি দিনের বেলা ঢুকে পড়লো রাইস মিলে,সকলের সামনেই বস্তা তুলে নিলো বস্তা
Next articleelephant attack: এবার হাতির ত্রাস মেদিনীপুরে,কয়েক ঘন্টার পার্থক্যে হাতির হামলায় মৃত্যু হল দুই মহিলার,মৃত্যু আটকাতে মাইকিং শুরু করল বনদপ্তর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here