Home Medinipur Live Durgapujo : পুজোর চার দিনে পশ্চিম মেদিনীপুরে মদ বিক্রি থেকেই রাজস্ব আদায়...

Durgapujo : পুজোর চার দিনে পশ্চিম মেদিনীপুরে মদ বিক্রি থেকেই রাজস্ব আদায় তিন কোটির বেশি

100
0

 

মেদিনীপুর: পুজোর চারদিনে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ব্যাপক হারে মদ বিক্রি। শুধু বিদেশী মদ নয়, বেশি মদও প্রচুর বিক্রি হয়েছে। চার দিনের প্রাথমিক হিসেবে আবগারি দপ্তর এর আধিকারিকরা জানিয়েছেন -চারদিনেই প্রায় তিন কোটি টাকার বেশি রাজস্ব আদায় হয়েছে মদ বিক্রি থেকে।সারামাসে এই পরিমান বাড়বে বলে মনে করছেন আধিকারিকরা ৷

জেলাতে আবগারি দপ্তরের সুপার অর্ণব কুমার দে জানিয়েছেন-” পূজোতে মদ বিক্রির পরিমাণ অনেকটা বেড়েছে। চোলাই এর বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর ফলে সেই সমস্ত তৈরীর স্থান অনেকখানি বন্ধ হয়ে গিয়েছিল। তাই বেশি ও বিদেশী মদ বিক্রি বেড়ে গিয়েছে। তাতেই বেড়েছে রাজস্বের পরিমাণ। পুজোর সময়ও ব্যাপক হারে নজরদারি চালানো হয়েছে। যাতে বেআইনি চোলাই কারবার বন্ধ থাকে।”  এক পরিসংখ্যানে জানা গিয়েছে -চলতি মাস জুড়ে এই মদ বিক্রির পরিমাণ আরো বাড়তে পারে। পুজোর সময় সপ্তমী থেকে প্রতিটা পুজো মন্ডপে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড়। সেই সঙ্গে জেলাতে বহু পর্যটকও উপস্থিত হয়েছিলেন। বাড়তি ভিড়ের সাথে পাল্লা দিয়ে বেড়ে গিয়েছে মদের বিক্রি। এই বিক্রির পরিমাণ সারা মাস জুড়ে যেহেতু পুজোর ঘনঘটা রয়েছে, তাই আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই।

গত চার দিনে কোন ধরনের মদ বেশি বিক্রি হয়েছে? আধিকারিকদের কাছে পাওয়া হিসেবে জানা গিয়েছে- বিয়ার প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে, কারন আবহওয়া খানিকটা গরম ছিল। পুজোর চার দিনে জেলাতে ২৮ হাজার ৭৪৭ লিটার বিয়ার বিক্রি হয়েছে। অপরদিকে ৩২ হাজার ৫১৮ লিটার বিদেশি মদ বিক্রি করেছেন বিভিন্ন দোকানদাররা। দেশি মদও বিক্রি হয়েছে চার দিনে ১১ হাজার লিটারের বেশি।

Previous articleTourism : এবার শীতে শালবনীর নতুন আকর্ষন বায়োডাইভারসিটি পার্ক এবং শিশু উদ্যান
Next articleSnake recovery : সাপ ধরতে এসে কেউটের ছোবল সাপুড়েকে ! দ্রুত ভর্তি করা হলো হাসপাতালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here