চন্দ্রকোনা: প্রায় এক মাস ছুটি ছিল বিদ্যালয়। বিদ্যালয় খোলা হয়েছে পুজোর পর। মঙ্গলবার বিদ্যালয়ে প্রবেশ করতে গিয়ে ছাত্র-ছাত্রীর শিক্ষকরা বুঝতে পারলেন তালা ভাঙ্গা। ভেতরে প্রবেশ করে দেখলেন সমস্ত লন্ডভন্ড। চুরি গিয়েছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ফাইল।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষীপুর উচ্চ বিদ্যালয়ের। পুজোতে ছুটি ছিল স্কুল আর এই সুযোগ নিয়েই স্কুল গেটের তালা এবং ভেতরে থাকা বেশ কয়েকটি আলমারির তালা ভেঙে চুরি। চুরি গিয়েছে স্কুলের বেশ কিছু নথি। স্কুলের আলমারির ভেতর থাকা একটি ল্যাপটপ ভাঙচুর করার চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার স্কুল খুলতেই চক্ষু চড়ক গাছ প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের। স্কুলে পৌঁছে শিক্ষকরা দেখেন স্কুলের গেটে তালা ভাঙ্গা রয়েছে, রুমের ভেতর থাকা বেশ কয়েকটি আলমারির তালা ভেঙে ফেলা হয়েছে। আলমারির ভেতর থাকা একটি ল্যাপটপ ভাঙচুর করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা।
এরপর ঘটনার খবর দেওয়া হয় রামজীবনপুর আউট পোস্ট ফাঁড়িতে। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌছায় পুলিশ। পুলিশ গিয়ে সমস্ত ঘটনা খতিয়ে দেখে। শুধু লক্ষীপুর উচ্চ বিদ্যালয়েই চুরি নয় পাশে থাকা লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়েও একই ভাবে তান্ডব চালিয়েছে দুষ্কৃতীরা। প্রাথমিক বিদ্যালয় ও ভাঙচুর করা হয়েছে আলমারি।
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক-বিশ্বজিৎ পান্ডে বলেন-” ছুটির পর বিদ্যালয় খুলতে গিয়ে দেখি তালা ভাঙ্গা ও ভিতরে সব লন্ডভন্ড। প্রচুর জিনিসপত্র ছিল। এর মধ্যে কোনটা খোওয়া গিয়েছে এখনই সব পরিষ্কার নয়। টাকার মত সামগ্রী এখানে ছিল না। তবে আলমারির ভেতরে গুরুত্বপূর্ণ ফাইল এর একটি ফাইল পাচ্ছি না। সম্ভবত সেটি চুরি হয়ে থাকতে পারে। আমরা পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সব জানিয়েছি।”
ঘটনার পরে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কোন কিছু চুরি করার উদ্দেশ্যে এসেছিল নাকি নথি নষ্ট করতে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।