At a Glance

Select Menu As your choice

Dilip ghosh: মেদিনীপুরে দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা টাঙ্গালেন বিজেপি কর্মীরা,তালা ঝুললো বিজেপি কার্যালয়ে

spot_img
spot_img
spot_img
- Advertisement -

মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অতিথি হিসেবে স্ত্রী সহ হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের চমকে দিয়ে তাঁর এই হাজির হয়ে যাওয়া বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দিনভর সময় কাটানো নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়ে যায় বুধবার দুপুর থেকে। রাজ্যজুড়ে একদল বিজেপি কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করে দেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন স্থানে। বুধবার রাত দশটার পর মেদিনীপুর শহরে জেলা বিজেপির কার্যালয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। দিলীপ ঘোষ মুর্দাবাদ, দিলীপ ঘোষ-কে দল থেকে বহিষ্কার করতে হবে -এমন স্লোগান উঠতে শুরু করল। বিজেপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে গেটের ওপর দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা টাঙ্গালেন বিজেপি কর্মীরা। কেউ কেউ জুতো মারতে শুরু করলেন দিলীপ ঘোষের ছবিতে। চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো পশ্চিম মেদিনীপুরে।

বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি-” দিলীপ ঘোষ ২০২১ সাল থেকেই তাহলে তৃণমূলের সঙ্গে সেটিং এ ছিলেন। বিভিন্ন লোকের কাছে টাকা নিয়ে দিলীপ ঘোষ নেতা নিয়োগ করেছিলেন নির্বাচনের সময়। যে কারণে নির্বাচনে ভরাডুবি হয়েছে বার বার। দিলীপ ঘোষ তৃণমূলের সঙ্গে আগে থেকেই সেটিং এ ছিলেন। আজকে যা হয়েছে তা লজ্জাজনক। আমরা দিলীপ ঘোষের বহিষ্কার চাই। দিলীপ ঘোষ যাদের নেতা হিসেবে জেলা সভাপতি করেছেন, তাদেরও বহিষ্কার চাই।”

এই প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন-” সন্ধ্যে থেকে বহু বিজেপি কর্মীর ফোন এসেছে আমার কাছে। চরম অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিজেপি কার্যালয়ে কি ঘটেছে পুরোটা আমার জানা নেই। দল তার স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার করে দিয়েছে। তবে দিলীপ ঘোষ যা করেছেন এটা আমাদের কাছে প্রত্যাশিত নয়।”

তবে এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন-  “প্রকৃত হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে দিলীপ ঘোষকে দেখিয়েছিল বিজেপি ৷ দিলীপ ঘোষের নেতৃত্বেই রাজ্যে বিজেপি স্থান পেয়েছিল ৷ সেই রকম একটা নেতা জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াতে বিজেপির নেতারা যা করেছে তাতে বিজেপির মেকি হিন্দুত্বের মুখোশ খুলে গিয়েছে ৷ আসলে নব্য বিজেপি ও পুরনো বিজেপি লড়াইয়ে এই সমস্যা হয়েছে ৷ প্রকৃত যে বিজেপি কর্মীরা পুরনো ছিল, তাদের ওপরে এই কান্ড করলো নতুন বিজেপির কর্মীরা ৷”

 

 

spot_img

Latest

Newsletter

spot_img

“দিলীপ ঘোষ দলকে জিজ্ঞাসা করে কি বাথরুমে যাবে ? পার্টিতে নতুন আসা বাজনদারদের বেশি চিন্তা, কে ঠিকা দিয়েছে?”-খড়্গপুরে ফের বোমা ফাটালেন দিলীপ ঘোষ

খড়্গপুর: মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে হাজির ছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷ দলের কর্মসুচি নিয়ে বের হওয়ার আগে নিত্যদিনের মতো খড়্গপুরের বোগদা এলাকাতে বেরিয়েছিলেন চা চক্রে...

“বন্যাতে ভালো আছি, ঘাটাল মাস্টার প্ল্যান দরকার নেই,”-মহিলাদের চরম বিক্ষোভে বৈঠক ফেলে পালালেন মাস্টার প্ল্যান রুপায় কমিটির সদস্যরা৷

ঘাটাল : ঘাটাল মহকুমার বহু মানুষ প্রতিবছর বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন ৷ বাড়ি ঘর চাষ নষ্ট হওয়া থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হয় ৷ তাদের...

Kharagpur Railway: মেদিনীপুরে চলন্ত ট্রেনের তলা থেকে টেনে প্রৌঢ়কে জীবিত উদ্ধার করলেন রেলওয়ে কর্মীরা

মেদিনীপুর: ফের চলন্ত ট্রেনে ছুটে উঠতে গিয়ে হাত ফসকে ট্রেনের তলায় প্রায় ঢুকেই গিয়েছিলেন ৫৫ বছর বয়সি প্রৌঢ়। দূর থেকে দেখতে পেয়ে ছুটে এসে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here