মেদিনীপুর: পূর্ব মেদিনীপুরের দিঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অতিথি হিসেবে স্ত্রী সহ হাজির হয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের চমকে দিয়ে তাঁর এই হাজির হয়ে যাওয়া বা মুখ্যমন্ত্রীর সঙ্গে দিনভর সময় কাটানো নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়ে যায় বুধবার দুপুর থেকে। রাজ্যজুড়ে একদল বিজেপি কর্মী বিক্ষোভ দেখাতে শুরু করে দেন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন স্থানে। বুধবার রাত দশটার পর মেদিনীপুর শহরে জেলা বিজেপির কার্যালয়ে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করলেন দিলীপ ঘোষের বিরুদ্ধে। দিলীপ ঘোষ মুর্দাবাদ, দিলীপ ঘোষ-কে দল থেকে বহিষ্কার করতে হবে -এমন স্লোগান উঠতে শুরু করল। বিজেপির জেলা কার্যালয়ে তালা ঝুলিয়ে গেটের ওপর দিলীপ ঘোষের ছবিতে জুতোর মালা টাঙ্গালেন বিজেপি কর্মীরা। কেউ কেউ জুতো মারতে শুরু করলেন দিলীপ ঘোষের ছবিতে। চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলো পশ্চিম মেদিনীপুরে।
বিক্ষোভকারী বিজেপি কর্মীদের দাবি-” দিলীপ ঘোষ ২০২১ সাল থেকেই তাহলে তৃণমূলের সঙ্গে সেটিং এ ছিলেন। বিভিন্ন লোকের কাছে টাকা নিয়ে দিলীপ ঘোষ নেতা নিয়োগ করেছিলেন নির্বাচনের সময়। যে কারণে নির্বাচনে ভরাডুবি হয়েছে বার বার। দিলীপ ঘোষ তৃণমূলের সঙ্গে আগে থেকেই সেটিং এ ছিলেন। আজকে যা হয়েছে তা লজ্জাজনক। আমরা দিলীপ ঘোষের বহিষ্কার চাই। দিলীপ ঘোষ যাদের নেতা হিসেবে জেলা সভাপতি করেছেন, তাদেরও বহিষ্কার চাই।”
এই প্রসঙ্গে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস বলেন-” সন্ধ্যে থেকে বহু বিজেপি কর্মীর ফোন এসেছে আমার কাছে। চরম অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তবে বিজেপি কার্যালয়ে কি ঘটেছে পুরোটা আমার জানা নেই। দল তার স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার করে দিয়েছে। তবে দিলীপ ঘোষ যা করেছেন এটা আমাদের কাছে প্রত্যাশিত নয়।”
তবে এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা বলেন- “প্রকৃত হিন্দুত্বের পোস্টার বয় হিসেবে দিলীপ ঘোষকে দেখিয়েছিল বিজেপি ৷ দিলীপ ঘোষের নেতৃত্বেই রাজ্যে বিজেপি স্থান পেয়েছিল ৷ সেই রকম একটা নেতা জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াতে বিজেপির নেতারা যা করেছে তাতে বিজেপির মেকি হিন্দুত্বের মুখোশ খুলে গিয়েছে ৷ আসলে নব্য বিজেপি ও পুরনো বিজেপি লড়াইয়ে এই সমস্যা হয়েছে ৷ প্রকৃত যে বিজেপি কর্মীরা পুরনো ছিল, তাদের ওপরে এই কান্ড করলো নতুন বিজেপির কর্মীরা ৷”