Home Blog Dilip Ghosh : লালগড়ের পথে দিলীপ ঘোষকে “ঘাগরঘেরা”,দিলীপ ঘোষের স্বীকারোক্তি-“খেমাশুলীর আন্দোলনে চালডাল...

Dilip Ghosh : লালগড়ের পথে দিলীপ ঘোষকে “ঘাগরঘেরা”,দিলীপ ঘোষের স্বীকারোক্তি-“খেমাশুলীর আন্দোলনে চালডাল পাঠিয়েছি” পাল্টা নিষিদ্ধ ঘোষনার হুশিয়ারি

22
0

 

লালগড়: খেমাশুলিতে কুড়মি
সম্প্রদায়ের দীর্ঘ আন্দোলন অচলাবস্থার সময়ে চাল ডাল রসদ পাঠিয়ে সহযোগিতা করেছে
বিজেপি। রবিবার সন্ধ্যায় লালগড়ে যাওয়ার পথে কুড়মি সম্প্রদায়ের
ঘাঘরঘেরাতে আটকে গিয়ে নিজের মুখে স্বীকার করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। বামাল
এলাকায় এই সম্প্রদায়ের লোকজন সাংসদ দিলীপ ঘোষকে আটকে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখান।
তারা জানান- জঙ্গলমহলের এই আন্দোলনে আপনাদের কোন সৌজন্যতা নেই।

 

রবিবার দুপুরে ঝাড়গ্রামে দলীয়
কর্মসূচি সেরে লালগ
ড়ে যাচ্ছিলেন বিজেপি নেতা তথা মেদিনীপুরের
সাংসদ দিলীপ ঘোষ। কনভয় নিয়ে যাওয়ার সময় বামাল এলাকায় তার পথ আটকে দেয় কুড়মি
সম্প্রদায়ের লোকজন। আন্দোলনকারীদের চাপে গাড়ি থেকে নেমে তাদের সামনে এসে কথা
বলতে বাধ্য হন দিলীপ ঘোষ। শুরুতে দিলীপ ঘোষ সৌজন্যতা দেখানোর চেষ্টা করলেও কুড়মি
নেতারা সরাসরি প্রশ্ন করেন-“জঙ্গলমহলে মাহাতোদের এই আন্দোলন দীর্ঘদিন ধরে
চলছে
আপনাদের প্রতিক্রিয়া বা সৌজন্যতা নেই কেন? আপনি ভারত সরকারের একজন সাংসদ আপনার কি ভূমিকা?”

প্রতি উত্তরে দিলীপ ঘোষ
বলেন-“আপনারা আমার কাছে যাননি
, যারা গিয়েছিল তারা
জানে। খেমা
শুলিতে আমি চাল ডাল সহ-সামগ্রী দিয়েছি। দরকার হলে
জিজ্ঞেস করে নেবেন।” আন্দোলনকারীদের পাল্টা প্রশ্ন-“এসব আমরা শুনিনি
,
আপনি আমাদের আন্দোলন নিয়ে সংসদে কথা বলেন নি কেন?”। দিলীপ ঘোষ বলেন-” আমাদের সাংসদ জ্যোতির্ময় বাবু এটি উত্থাপন
করেছেন আপনারা খোঁজ নেন নি। আপনাদের আন্দোলনের সহমত রয়েছে। কিন্তু আমি সবটা করতে
পারব না। আপনার মত ১০০ টা জাতি আন্দোলন করছে। রাস্তা রেল অবরোধ করলে হবে না।
মেদিনীপুরের দুটো অসভ্য লোক অজিত মাইতি ও গিরি আপনাদের খালিস্থানি বলেছিল আমরা
প্রতিবাদ করেছি।” কুড়মিদের পাল্টা জবাব “সে তো আপনাদেরও বিজেপি নেতা
আমাদের বলেছিলেন”। এমন একাধিক প্রশ্ন তর্কবিতর্ক আধঘণ্টা ধরে চলে।
এরপরে কোনভাবে নিরাপত্তারক্ষী নিয়ে উদ্ধার হয় লালগড়ের উদ্দেশ্যে বেরিয়ে যান
দিলীপ ঘোষ।
তারপরেই দিলিপ ঘোষের চালডাল দিয়ে সহযোগীতার কথা নিয়ে প্রতিক্রিয়া
তৈরী হয়েছে কুড়মিদের মধ্যে৷ রাতেই নতুন হুশিয়ারি দেন কু়ড়মি নেতারা ৷

 

কুড়মিদের পক্ষ থেকে ঘাঘরঘেরা কেন্দ্রীয়
কমিটির সদস্য সুমন মাহাতো বলেন-” আমরা দিলীপ ঘোষের মতো সাংসদ
এর কাছ থেকে সদুত্তর চেয়েছিলাম। তাই আটকানো হয়েছিল। ঘাগরঘেরা করা হয়েছিল ওনাকে।
কিন্তু উনি যেটা বলেছেন আমাদের আন্দোলনে উনি নাকি চালডাল দিয়ে সাহায্য করেছেন,
মন্তব্যকে ধিক্কার জানাই ৷ আমরা স্বয়ং সম্পুর্ন, কারও কোনো সহযোগীতা নিইনি ৷ চব্বিশঘন্টার
মধ্যে ওনাকে প্রমান করতে হবে উনি দিয়েছিলেন চালডাল ৷ তা না হলে ওনাকে জঙ্গলমহলে নিষিদ্ধ
করবে কুড়মিরা৷

তবে এদিন দিলীপ ঘোষের মন্তব্যের পরে যুব তৃণমূলের জেলা সভাপতি সন্দীপ সিংহ বলেন, “আমাদের
মুখ্যমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল। তবে সামাজিক আন্দোলনে রাজনীতির প্রবেশ
ঘটলে তা ক্ষতিকর। কুড়মি নেতাদের সতর্ক থাকা দরকার।”



Previous articleHarmony : গাজনে জল ঢালতে আসা ভক্তদের শরবত খাওয়ালেন আফসার, আজাদরা, পুরনো ট্রেডিশন পালন করলো বেলিয়া মুসলিম কমিটি
Next articlekarnatak : কর্নাটকের জয়ের প্রভাব,মেদিনীপুরে পথসভাতে কংগ্রেসে যোগদান অনেক রাজনৈতিক কর্মীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here