Home Blog Dilip Ghosh: মণিপুরে মহিলার ওপর নির্যাতনের প্রতিবাদে খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও...

Dilip Ghosh: মণিপুরে মহিলার ওপর নির্যাতনের প্রতিবাদে খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও আদিবাসীদের

20
0

 

খড়গপুর: বিজেপি শাসিত মণিপুরে
মহিলাদের ওপর ধর্ষণ অত্যাচারের প্রতিবাদে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরে বিজেপি
সাংসদ দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করলেন আদিবাসীরা। বুধবার বিকেলে খড়গপুর শহরে তার
রেলওয়ের বাংলার সামনে হাজির হয়ে যান কয়েকশো আদিবাসী। পুলিশ তাদের বাধা দেওয়ার
চেষ্টা করলেও বাংলোর গ্রিল গেট ঠেলে খুলে ভেতরে গিয়ে বিক্ষোভ দেখান তারা।

 

আদিবাসীদের সংগঠন ভারত যাকাত মাঝি
পরগনা মহলের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখান আদিবাসীরা। সংগঠনের পক্ষ থেকে নেতা সনাতন
হেমব্রম বলেন-” বিজেপি যে সমস্ত রাজ্যে রয়েছে সেই সমস্ত রাজ্যে আদিবাসী সহ
সমস্ত সম্প্রদায়ের মহিলাদের নিরাপত্তার দাবি করছি আমরা। শুধু বিজেপি শাসিত নয়
, মালদার ঘটনারও তীব্র নিন্দা করছি আমরা। বিজেপির শীর্ষ নেতা দিলীপ ঘোষ,
সেই সঙ্গে একজন বিজেপির সাংসদ। তার মাধ্যমে আমরা ডেপুটেশন দিয়ে
জানাতে চেয়েছিলাম। কিন্তু উনি অনুপস্থিত থেকে তাতে অসহযোগিতা করেছেন।”

 

ঘটনার জেরে বুধবার বিকেলে তীব্র
উত্তেজনা তৈরি হয় খড়গপুর শহরের ওই এলাকায়।তবে ঘটনার সময়ে অনুপস্থিত ছিলেন বাংলোতে
৷ ফলে বাংলোতে থাকা কর্মীরা আদিবাসীদের বোঝানোর চেষ্টা করেন যে দিলীপ ঘোষ সেখানে নেই
৷ পরে পুলিশের মধ্যস্থ্যতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে ৷ 



Previous articleMedinipur Live :রাজমিস্ত্রির কাজ করতে এসে বাড়ি মালিকের মেয়েকে ধর্ষণ করে খুন, দুই যুবককে ফাঁসির সাজা ঘোষণা মেদিনীপুর আদালতে,সহযোগী মহিলার যাবজ্জীবন কারাদন্ড
Next articleMobile theft: ছিনতাই হয়ে গিয়েছিল কিংবা কোন ভাবে খোয়া গিয়েছিল, এমন ২৬ টি মোবাইল খুঁজে দিল খোঁজ পোর্টাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here