Home Blog Dilip Ghosh: তৃণমূলকে হারাতে আর একা নয়, সব বিরোধীদলকে এক হওয়ার আহ্বান...

Dilip Ghosh: তৃণমূলকে হারাতে আর একা নয়, সব বিরোধীদলকে এক হওয়ার আহ্বান দিলীপ ঘোষের

24
0

 

মেদিনীপুর: বুধবার যোগদিবস উপলক্ষে মেদিনীপুর শহরের কলেজিয়েট স্কুলে যোগ দিবস পালনের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা তথা মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ। বিভিন্ন ছাত্র ও মানুষের সাথে এই দিবস পালন করেন তিনি। এরপর বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন বিষয়ে মন্তব্য করেছেন সেখানে সাংবাদিকদের সামনে।

দিলীপ ঘোষ বলেন- ” মনোনয়ন পর্বেই রাজ্যের ৯ জন খুন হয়ে গিয়েছেন। নির্বাচন শেষ হতে হতে জানিনা আরো কত কি হবে। নির্বাচনটাকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে গেছে যা রাজ্যের মানুষের কাছে লজ্জা জনক। রথযাত্রার সাথে সাথে তৃণমূলের অন্তর্জলী যাত্রার শুরু হয়ে গেছে। গোষ্ঠী কোন্দলে জর্জরিত ওরা। আমাদের প্রার্থীদের উপর বিভিন্ন রকম চাপ তৈরি করা হচ্ছে তবে আমরা লড়াই করব।”

নির্বাচন প্রক্রিয়ায় প্রতি জেলাতে ১ কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন”-এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে কি তিলক দেওয়া হবে? যেখানে জেলার বেশিরভাগ বুথই স্পর্শকাতর। তবে এখন তৃণমূল বিরোধী সমস্ত দলকে এক হয়ে তৃণমূলকে হারাতে হবে । এজন্য সবাইকে এক হওয়া উচিত। পঞ্চায়েত থেকেই সেই পরিবর্তনের প্রয়োজন রয়েছে।”

#Dilipghosh, #BJP, #BJPbengal,#panchayet #Pancahyetelection, #Panchayetelection2023


Previous articlePanchayet election: মহিলা বামপ্রার্থী মনোনয়ন প্রত্যাহার করতে বের হলে রাস্তায় বাধা বামেদের, পুলিশ ও বামকর্মীদের ধস্তাধস্তি হাতাহাতি প্রকাশ্য রাস্তার ওপরে
Next articlePanchayet election: দিলীপ ঘোষের পর সুশান্ত ঘোষ, নিজের বুথেই প্রার্থী দিতে পারলেন না সিপিএমের জেলা সম্পাদক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here