Home Blog Dilip Ghosh: “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব”-কুড়মিদের হুঁশিয়ারি...

Dilip Ghosh: “ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেব”-কুড়মিদের হুঁশিয়ারি দিলীপ ঘোষের, “কুড়মিদের গামছাতে হাত লাগিয়ে দেখাক”-পাল্টা কুড়মিরা

18
0

 

খড়গপুর: লালগড়ে যাওয়ার পথে শনিবার
বিকেলে কুড়মিদের কাছে ঘেরাও হওয়া ও নিজের মন্তব্যের কারণে কুড়মিদের হুঁশিয়ারির
পর এবার পাল্টা হুঁশিয়ারি দিয়ে দিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সোমবার খড়্গপুরে
বলেন-” ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি। দিলীপ ঘোষের
পেছনে যেন না লাগতে আসে।”
সোমবার দুপুরে এই বার্তা শুনে ক্ষোভের আগুন ছড়িয়ে জঙ্গলমহলের
কুড়মি মাহাতোদের কাছে ৷ কুড়মিদের পক্ষ থেকে রাজেশ মাহাতো-র পাল্টা হুশিয়ারী-“ কাপড়
খোলা অনেক দুর, কুড়মিদের একটা গামছাতে হাত লাগিয়ে দেখাক দিলিপ ঘোষ,জঙ্গলমহলের মাহাতোরা
বুঝিয়ে দেবে তারা কি জিনিস ৷”


রবিবার বিকেলে ঝাড়গ্রাম জেলার
লালগড়ে একটি পথসভার জন্য যাচ্ছিলেন দিলীপ ঘোষ। বামাল এলাকাতে কুড়মি সম্প্রদায়ের
লোকজন তাকে ঘাগরঘেরা (জঙ্গলমহলের দাবি নিয়ে আটক করা) করে। মাহাতো তথা কুড়মিদের
আন্দোলনে তাদের কোন ভূমিকা নেই কেন এ
বিষয়ে একাধিক প্রশ্ন
করেন মাহাতোরা। সেখানে দিলীপ ঘোষ বলেছিলেন- ” খেমা
শুলিতে
আন্দোলনকারীদের আমি চাল ডাল দিয়ে সহযোগিতা করেছি।” এই মন্তব্য চারদিকে
ছড়িয়ে পড়ার পরেই কুড়মিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। রাতেই এই
সম্প্রদায়ের ঘাগরঘেরা কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মাহাতো হুঁশিয়ারি
দেন-“দিলীপ ঘোষের এই মন্তব্য অপমানজনক
, আমাদের আন্দোলনে
আমরা কারো সহযোগিতা নিইনি
, দিলীপ ঘোষকে ২৪ ঘণ্টার মধ্যে
প্রমাণ করতে হবে তিনি কাকে সহযোগিতা করেছেন। আর যদি না করতে পারেন জঙ্গলমহলে ওনাকে
নিষিদ্ধ ঘোষণা করা হবে। “

সোমবার সকালে এ বিষয়ে দিলীপ ঘোষ
বলেন-” ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি। দিলীপ ঘোষের
পেছনে যেন না লাগতে আসে। হিম্মত থাকলে শ্রীকান্ত মাহাতোকে পদত্যাগ করিয়ে দেখাক
।সে এখনো বিধায়ক রয়েছে মাহাতো সম্প্রদায়ের। আমি কুড়মিদের সঙ্গে আছি
, থাকবো। আমার এলাকায় খেমাশুলিতে যারা বসে ধরনা
দিয়েছিল দিনের পর দিন তাদের আমি সহযোগিতা করেছি। ওনারা চাইলে তাদের নাম আমি
মিডিয়ার সামনে বলবো।”

একই সঙ্গে প্রতিক্রিয়া দেন আরও একটি ইস্যুতে
রবিবার দিলীপ ঘোষের ভাইপো ঝাড়গ্রামে এক যুবতীর বিশেষ মুহূর্তের
ছবি ফাঁস করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ
বলেন-“ছেলেমেয়েদের ভালোবাসার ব্যাপার। কে কাকে চিঠি দিয়েছে কি করেছে আমার
জানা নেই। তাকে পুলিশ ডেকেছিল। দেখা করতে গিয়েছিল। গ্রেপ্তার করেছে। অন্যায় করে
থাকলে শাস্তি পেতে হবে। বাকি কোর্টে উকিল দেখবে।”

তবে দিলীপ ঘোষের ও মন্তব্যের পরে জঙ্গলমহলে
ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে ৷ পুরুলিয়া সহ বিভিন্ন জেলাতে দিলীপ ঘোষের কুশপুতুল পুড়িয়ে
বিক্ষোভ দেখানো হয় ৷ খেমাশুলিতে কুড়মি আন্দোলনের নেতা রাজেশ মাহাতো বলেন-“ প্রথমত-
আমরা সাধারন মানুষের সহযোগীতা নিয়ে আন্দোলন করেছি, কোনো রাজনৈতিক দলের নয় ৷ তবে কেউ
যদি নিয়ে থাকে লুকিয়ে সেটা পরিষ্কার করুক তাহলে আমরা তা সাথে সাথে ফেরত দেবো ৷ দিলিপ
ঘোষ যে মন্তব্য করেছেন তা নিন্দনীয় ৷ আমরা এটার প্রতিবাদ করছি ৷ উনি ক্ষমতা থাকলে কাপড়
খোলা অনেক দুরে, আমাদের একটা গামছাতে হাত লাগিয়ে দেখান ৷ জঙ্গলমহলের মাহাতোরা বুঝিয়ে
দেবেন তারা কি জিনিস ৷ ”


Previous articlekarnatak : কর্নাটকের জয়ের প্রভাব,মেদিনীপুরে পথসভাতে কংগ্রেসে যোগদান অনেক রাজনৈতিক কর্মীর
Next articleBandebharat: কালবৈশাখীর ঝড়ে গাছের ডাল ভেঙে বন্দেভারতের ইঞ্জিনে, বিকল হয়ে ৫ ঘন্টা দাঁড়িয়ে রাস্তায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here