Home Blog Didir Dut :”দিদির দুত” হিসেবে গিয়েও এলাকা এড়ালেন শিউলি সাহা, মুগবাসানে রাস্তা...

Didir Dut :”দিদির দুত” হিসেবে গিয়েও এলাকা এড়ালেন শিউলি সাহা, মুগবাসানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের

36
0

 

কেশপুর: দিদির দুত হয়ে কেশপুরের কেওটপাড়া
এলাকাতে গিয়েছিলেন প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেত্রী শিউলি সাহা। গ্রামবাসীদের
সঙ্গে কথা বলে মুগবাসান গ্রাম পঞ্চায়েত অফিসে বৈঠকে বসেন। এরপরই মুগবাসানের একটা
অংশের তৃণমূল কর্মী ও গ্রামবাসীরা বৈঠক স্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে রাজ্য
সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ দেখান শিউলি সাহার বিরুদ্ধে। অবরোধে
যানজট তৈরি হয়। তবে শিউলি সাহার দাবি-” অবরোধকারীরা তৃণমূলের কেউ না
, ওরা সিপিআইএম ও বিজেপির হয়ে অবরোধে নেমেছে।”

রবিবার বেলা ৩ টার পরে মুগবাসান
বাজারের ওপর মেদিনীপুর ঘাটাল রাজ্য সড়ক অবরোধ করে দেয় স্থানীয়রা। নেতৃত্বে
তৃণমূল ও একদল গ্রামবাসী। বিক্ষোভের শামিল তৃণমূল কর্মী আক্কাস আলী বলেন
-“এলাকায় পানীয় জল প্রকল্পের কাজ স্থগিত
, বন্যার পরেও কোন
উন্নয়ন করা হয়নি গ্রামে। বন্যার সময় একদল মন্ত্রী গ্রাম থেকে ঘুরে গেলেও একটা
কাজ হয়নি। দিদির দুত হিসেবে এলাকায় এলেও বিক্ষোভ এড়াতে মুগবাসান এড়িয়ে চলে
গিয়েছেন শিউলি সাহা।”

গ্রামে একাধিক অনুন্নয়নের অভিযোগ
তুলে গ্রামবাসীরা অনেকেই শামিল হয়েছেন শিউলি সাহার বিরুদ্ধে খুব উগ্রে। তবে শিউলি
সাহার দাবি-” বিক্ষোবকারীরা আর যাই হোক তৃণমূলের কেউ না। তৃণমূলের হলে সমস্যা
নিয়ে আমার সঙ্গে আলোচনায় বসতে পারতো। উনারা বিজেপি ও সিপিআইএমের হয়ে কাজ করছেন।
বিজেপি সিপিআইএমের হয়েই হয়তো অঞ্চল যুব তৃণমূলের প্রবেশ করেছেন।”

আধ ঘন্টার বেশি এই অবরোধে যানজট
তৈরি হয় রবিবার দুপুরে। অনেক চেষ্টা করে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয় কেশপুর
থানার পুলিশ।



Previous articleChild death: শিশুকে মৃত বলে ডেথ সার্টিফিকেট ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের,সমাধি দিতে গিয়ে বেঁচে উঠলো শিশু,পরে মৃত্যু, বিক্ষোভ হাসপাতালে
Next articleMoney recovery: প্রাইভেট কার-এ যুবকের দল যাচ্ছিল ওড়িষ্যা, বর্ডারে আটকাতেই বেরিয়ে এলো গাদা গাদা টাকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here