Home Entertainment Live Medinipur live: খাদান এর প্রিমিয়ারে দুবাই-এ দেব, একেবারে বাঙালি বাবু সেজে

Medinipur live: খাদান এর প্রিমিয়ারে দুবাই-এ দেব, একেবারে বাঙালি বাবু সেজে

81
0

Medinipur live: খাদান ছবি ইতিমধ্যেই বক্স অফিসে কুড়ি কোটি আয় করে ফেলেছে। এবার এই ছবির প্রিমিয়ার হল দুবাইয়ে। শনিবার রাতে দুবাইয়ের স্টার সিনেমাতে হাজির হয়েছিলেন যীশু সেনগুপ্ত ও দেব দুজনেই।

হলুদ পাঞ্জাবি পরে রীতিমতো বাঙালি বাবু সেজে দেব হাজির হয়েছিলেন। দেব হাজির হতেই পশ্চিমবঙ্গের মতোই দুবাইয়ে থাকা প্রবাসীরা উচ্ছ্বাস দেখাতে শুরু করেন। বিভিন্ন রকম দাবি করেন প্রবাসী বাঙালিরা। তবে তার কর্মসূচিতে সেখানেও কড়া নিরাপত্তার আয়োজন ছিল। একেবারে অন্য লোক নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন দেব।

সোশ্যাল সাইটে দেব নিজে লিখেছেন-“আমি রীতিমতো উচ্ছ্বাসিত খাদানের সাফল্যে। বাংলা ছবির জগতে অনেকটা মাইলেজ দিল এই ছবি।” দুবাই এর স্টার সিনেমাতে প্রিমিয়ারে যখন হাজির হয়েছিলেন দেব ও যীশু দুজনে, উচ্ছ্বাসিত ভক্তরা জানিয়ে দেন দেবের পরবর্তী ছবিতেও যীশুকেই লাগবে। ফলে দেব ও যিশুর জুটি রীতিমতো হিট খাদান ছবির পরে এটা বলাই যায়।

খাদান ছবির প্রচারে একাধিক সিনেমা হলে রাজ্য জুড়ে হাজির হয়েছিলেন দেব তার খাদান এর টিম নিয়ে। সারা রাজ্যজুড়ে এভাবে কখনো বাংলা ছবির প্রচার কেউ কখনো করেনি। এই প্রথম খাদান ছবি নিয়ে রাজ্য জুড়ে একটা উন্মাদনা তৈরি হয়েছিল। বিশেষ করে পুষ্পা-২ ফিল্ম যেই মুহূর্তে চরমভাবে হিট এ রাজ্যেও, ঠিক সেই সময় পুষ্পা-কে সরিয়ে খাদান ছবির জায়গা করে নেওয়াটা বেশ কিছুটা চাপ তৈরি হয়েছিল দেব এর কাছে। তবে তারপরেই সফলতা আসে দেবের কাছে। এ রাজ্যে সফলতা পাওয়ার পর একেবারে দুবাইয়ের ষ্টার সিনেমাতে খাদান ছবির প্রিমিয়ার।https://www.facebook.com/share/r/1BVivAi3ri/

স্টার সিনেমাতে যীশু সেনগুপ্ত ভক্তদের মাঝে উপস্থিত হয়ে বলেন-“বাংলা ছবিতে আমরা যদি পাঁচ থেকে ছয় কোটি টাকা কেউ কামাই তখন সেটাকে হিট বলা হয়। এই প্রথম একটা ছবি প্রায় ৪০ দিনের বেশি ধরে চলছে। সেই ছবি ইতিমধ্যেই কামিয়ে ফেলেছে, কুড়ি কোটির বেশি। যা চরম সফলতা এনে দিয়েছে। আমি দেবকে এজন্য ধন্যবাদ দেবো।”

Previous articleAnimal lovers: পশু প্রেমী সাংসদ জুন মালিয়া, অসুস্থ্য পথ কুকুর ও বেড়ালদের জন্য মেদিনীপুরে তৈরী করছেন সেবা কেন্দ্র
Next articleSristishree Mela: মেদিনীপুরে সৃষ্টিশ্রী মেলা, দোকান দিল কাশ্মীর ও কেরালার মহিলারাও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here