Home Blog DEV : রাজনীতি থেকে সরে যেতে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব।জয়ী...

DEV : রাজনীতি থেকে সরে যেতে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব।জয়ী হতেই ফের পদে !

26
0

 

ঘাটাল:
লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে পরপর তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ঘাটালের (Ghatal) সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব। গত ফেব্রুযারির ৩ তারিখে পশ্চিম মেদিনীপুর
জেলা শাসকের কাছে চিঠি করে এই ইস্তফার কথা জানান দেব। তা নিয়ে রাজ্য জুড়ে জল্পনা
তৈরি হয়েছিল। সেই জল্পনা নানান বিতর্ক শেষ করে অবশেষে সেই পুরনো প
দে ফিরলেন দেব।(DEV)

 

সেই পদ
তিনটি ছিল-

১) ঘাটালের
বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান।(Birsingha)

২) ঘাটাল
মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান।

৩) ঘাটাল
রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি।(Ghatal College)

 

এই তিনটি পদ
থেকে ইস্তফা দেন দেব।

 

নির্বাচনের
পর ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানের পদ ফিরে পেলেন
ঘাটালের তৃতীয় বারের তৃণমূল সংসদ দীপক অধিকারি তথা অভিনেতা তথা অভিনেতা দেব।
সম্প্রতি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে শাসক দলের পক্ষ থেকে সেই পদগুলিতে দেব কে
পুনরায় বসানো হয়েছে।

 

দেবের পদ
ফিরে পাবার পরেই কটাক্ষের সুর বিরোধীদের গলায়
, দেবের পদ পাওয়ার প্রসঙ্গে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন,-” হাসপাতালে যে বেহাল অবস্থা হয়ে রয়েছে তাঁর উপর যেমন নজর
দেন
,
তৃণমূল আইন মানেন না, তৃণমূল তৃণমূলের আইন চালান, পশ্চিমবাংলায় আইন
বলে কিছু নেই
, শাসক দলের আইন করে তৃণমূল চালায়।
সেইজায়গায় বিধায়ককে সরিয়ে দিয়ে বিধায়ককে জায়গা না দিয়ে শঙ্খ চিলের মতো
উড়িয়ে নিয়ে এসে সাংসদ বাবু কে সেই জায়গা দিয়েছে।এখন পরিষেবা সাধারণ মানুষ
রোগীরা পাচ্ছে না
, হাসপাতালের দশা
বেহাল হয়ে রয়েছে সেগুলোর উপর যেমন নজর দেয়।”

 

দেবের পদ
ফিরে পাওয়ার পর পশ্চিম মেদিনীপুর(Medinipur) জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সেক
আবুকালাম বক্স বলেন- “নির্বাচন কমিশনের বিধি মেনে কিছু জায়গা থেকে পদ ত্যাগ
করতে হয়েছিলো
, ঘাটালের মত একটি জনবহুল এলাকায় স্বাস্থ্য
কেন্দ্রে রোগী কল্যাণ দপ্তরের চেয়াম্যান হয়েছেন
, জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। “(dev)

 

 

দেবের পদ
পাবার প্রসঙ্গে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশীষ হুদাইত বলেন
-“নির্বাচনের আগে পদত্যাগ করে তিনি বার্তা দিতে চেয়েছিলেন যে জনগন আমার পদের
জন্য যাতে প্রভাবিত না হয়। তাই তিনি পদত্যাগ করেছিলেন। পরবর্তী সময়ে দিদি তার
প্রতি আস্থা রেখেছেন পুনরায়। তাই তিনি পদে বসার নির্দেশ দিয়েছেন। তবে বিজেপি
হচ্ছে একটা সাপ। সাপকে কে কোলে করে বসাবে এই পদে
?।”


Previous articleRG KAR MEDICAL:আর জি কর-এ ভয়,মেদিনীপুর মেডিক্যালেক পরিকাঠামো দাবি করে মেদিনীপুরের রাস্তায় জুনিয়র ডাক্তাররা
Next articleR G KAR MEDICAL কাণ্ডের জের ! মেদিনীপুর হাসপাতালে সমস্ত পরিষেবা থেকে হাত গুটিয়ে নিল জুনিয়র ডাক্তাররা, ভোগান্তি রোগীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here