Home Blog DEV : এক ডায়ালিসিস ইউনিটের দুবার উদ্বোধন, প্রথম উদ্বোধক মুখ্যমন্ত্রীর নাম পাল্টে...

DEV : এক ডায়ালিসিস ইউনিটের দুবার উদ্বোধন, প্রথম উদ্বোধক মুখ্যমন্ত্রীর নাম পাল্টে দ্বিতীয় উদ্বোধক দেব-র নাম, প্রকাশ্যে কটাক্ষ স্বয়ং তৃণমূল মুখপাত্রের

35
0

 

ঘাটাল:
ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের দুবার উদ্বোধন।
প্রথমে গত ১২ ই মার্চ এই ডায়ালিসিস বিভাগের ভার্চুয়ালি উদ্বোধন করেন
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)
, তখন উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস(Ghatal SDO), ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সদ্দার, সহ-সভাপতি বিকাশ কর, ৫০ সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল সহ জেলা স্বাস্থ্য দপ্তরের
আধিকারিকরা। তারপর কয়েক মাস পর গত ৪ ঠা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি
উদ্বোধন হয়ে যাওয়া ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে(Ghatal super speciality hospital) সেই ডায়ালিসিস বিভাগের
উদ্বোধন করেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব (actor Dev)। তখনো উপস্থিত ছিলেন
ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস
, পিংলার বিধায়ক অজিত মাইতি, বর্তমান ঘাটাল
হাসপাতালে সুপার মহেশ্বর মান্ডি
, ঘাটাল ব্লক
তৃণমূলের সভাপতি দিলীপ মাজী
, পঞ্চায়েত সমিতির
সভাপতি
,
সহ-সভাপতি, সাংসদ প্রতিনিধি
রাম পদ মান্না সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ
, যাকে ঘিরে তৃণমূল দলের অন্তরে শুরু হয়েছে জোর চর্চা। ইতিমধ্যে ওই বিষয়ে
দেবকে তীব্র কটাক্ষ করে তৃণমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষ(kunal Ghosh) একটি টুইট করেছেন
, তাতে লেখা আছে, “ঘাটাল হাসপাতালের ডায়ালিসিস ইউনিটের ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মমতা
ব্যানার্জি
, স্থানীয় কর্তাব্যক্তিরাও ছিলেন।
এবার ঐ একই ইউনিটের উদ্বোধন করেন সাংস দেব। উদ্বোধক হিসেবে
CM এর নাম পাল্টে MP, সুপারস্টার একেই বলে। ঘাটালের মানুষ তো অবাক! Congrats Deb”

 


তারপরেই এই বিষয়কে কটাক্ষ করতে মাঠে নেমে
পড়েছে বিজোপি ৷ বিজেপির ঘাটালের বিধায়ক শীতল কপাট(Sital kopat) বলেন-“আমরা আগেই জানিয়েছিলাম টিএমসি
দলের নেতারা কেমন৷ তাদের পরিষেবা শেষ প্রান্তে ৷ অতচ নিজেদের নাম দেখানোর লড়াই জারি
রয়েছে ৷ এবার তো আর আমরা বলছিনা ৷ এবার ওদের দলের মুখপাত্র বলছে৷ ” অন্যদিকে ঘাটালের
টিএমসির ব্লক সভাপতি দিলীপ মাঝি বলেন-“ সামান্য কিছু বিভ্রান্তি হয়েছে ৷ মুখ্যমন্ত্রী(Chief minister) বিভাগের উদ্বোধন করেছেন ঠিকই , তবে পরিষেবার উদ্বোধন করেছেন সাংসদ দেব ৷ এটা অন্য কোনো
রকম কিছু নয় ৷ ”

 

যদিও এই
বিষয়ে ঘাটাল মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের বর্তমান সুপার মহেশ্বর মান্ডি তিনি
জানিয়েছেন
, –হাসপাতালের কিছু গাফিলতি ছিল, তবে আমরা আগের ওই ব্যানার পাল্টে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রুপের নয় স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ ঘাটাল মহকুমা সুপার
স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের উদ্বোধন
, এবং উপস্থিত ছিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব, নতুন করে ব্যানার করে দেওয়া হয়েছে।

 

তবে যাই হোক
ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়ালিসিস বিভাগের দুবার উদ্বোধন ঘিরে শুরু
হয়েছে জোর চর্চা রাজনৈতিক(political) মহলে।


Previous articleRG Kar news :বেটি-দের বাঁচাতে না পারলে, কন্যাশ্রী, বেটি পড়াও কোন কাজে লাগবে না”: ঘাটালে বললেন দেব
Next articleKharagpur : কেমন আছেন লোধা শবর-রা ? অতর্কিত গ্রামে ঢুকে পড়ুয়াদের হেঁসেলে জেলা শাসক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here