Home Ghatal Live Ghatal Master plan : ৩১শে ডিসেম্বর সময়সীমা শেষ, অভিষেক ব্যানার্জীর প্রতিশ্রুতি ভঙ্গের...

Ghatal Master plan : ৩১শে ডিসেম্বর সময়সীমা শেষ, অভিষেক ব্যানার্জীর প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করে ঘাটালে পোস্টার বিজেপির

109
0

Ghatal: গত লোকসভা নির্বাচনের সময় ঘাটালে দেব এর সমর্থনে প্রচারে এসে প্রকাশে মাইকে ঘোষণা করেছিলেন ৩১শে ডিসেম্বরের মধ্যে ঘাটালে মাস্টার প্ল্যান এর কাজকর্ম চালু হয়ে যাবে। বিজেপির দাবি -সেই কাজ নাকি শুরুই হয়নি সেভাবে। তাই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে ঘাটালে পোস্টারিং করল বিজেপি নেতাকর্মীরা। নেতৃত্বে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট।

পোস্টারে লেখা রয়েছে-“ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অভিষেক ব্যানার্জীর গাল ভরা প্রতিশ্রুতি কোথায় গেল!, ঘাটাল মাস্টার প্ল্যানের শ্বেতপত্র এখনো প্রকাশ করা হলো না কেন?, অভিষেক ব্যানার্জি বলেছিল ৩১শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে এই প্রতিশ্রুতি কোথায় গেল ঘাটালবাসী জানতে চায়।—প্রভৃতি। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এমনই একাধিক অভিযোগ তুলে ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় পোস্টার দিলেন বিজেপি বিধায়ক শীতল কপাট। ৩১ শে ডিসেম্বর মঙ্গলবার বিকেল থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এই পোস্টার দেয়।



বিজেপি বিধায়কের অভিযোগ -“গত ৭ ই এপ্রিল লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের প্রচারে ঘাটালের বিবেকানন্দ মোড়ে এসে অভিষেক ব্যানার্জি বলে গিয়েছিলেন ৩১শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান এর কাজ শুরু হবে, কিন্তু ঘাটাল মাস্টারপ্ল্যান এর কাজ শুরু হয়নি। চুরি করার জন্য কয়েকটি ছোট খাল কাটাইয়ের কাজ শুরু হয়েছে। কেন্দ্রের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান করা সম্ভব নয়।”


পাল্টা পোস্টারের বিরোধিতা করে বিজেপিকে তীব্র ভাবে কটাক্ষ করেছে তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিকাশ কর। বিকাশ কর পাল্টা জবাব দিয়ে বলেন-” বিজেপির কাজ শুধু কুৎসা ও সমালোচনা করা। ইতিমধ্যেই সেই কাজ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে। সার্ভে প্রক্রিয়ার শেষ পর্যায়ে। আগামী ফেব্রুয়ারীর মধ্যে সেই কাজের অনেকটা বড় অংশ সকলে প্রকাশ্যে দেখতে পাবেন। যেভাবে কেন্দ্রের সরকার ১০০ দিনের কাজের টাকা না দিয়ে মঞ্চনা করেছিল, সেই টাকা নিজে থেকে দিয়েছে রাজ্য সরকার ও নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বাড়ির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার সেই কাজ করেছে। তেমনি, ঘাটাল মাস্টার প্ল্যানের ক্ষেত্রেও কেন্দ্রের কোন দয়া দক্ষিণা ছাড়াই রাজ্য সরকার সেই কাজ সম্পন্ন করবে।”




উল্লেখ করা যায়,গত কয়েকমাস ধরেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে ৷ যে স্থানের ওপর দিয়ে জল নিকাশীর পরিখা তৈরী করা হবে সেই রাস্তা বা জমির সার্ভে সম্পন্ন হয়েছে ৷ বেশ কয়েক দফায় বৈঠক করে মাস্টার প্ল্যানের কমিটি তৈরী করা হয়েছে ৷ প্রাথমিক সার্ভে প্রায় শেষ পর্বে বলে জানিয়েছেন জেলা শাসক খুরশেদ আলি কাদেরী ৷

 

Previous articleMartial arts: জাতীয় স্তরের মার্শাল আর্টে ২২ প্রতিযোগী মেদিনীপুরে আনলো ২৭ টি গোল্ড মেডেল
Next articleAccident: সিমেন্ট বোঝাই বেপরোয়া লরি চা দোকান ভেঙে ঢুকে গেল শালবনিতে, গুড়গুড়িপালে বুলেটের ধাক্কায় শেষ আরো এক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here