Home Blog Daspur : বিবাহিত গৃহবধূকে নিয়ে পালানোর কুপ্রস্তাব রাজমিস্ত্রির, অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে...

Daspur : বিবাহিত গৃহবধূকে নিয়ে পালানোর কুপ্রস্তাব রাজমিস্ত্রির, অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে খুটিতে বাঁধলেন গ্রামবাসীরা

26
0

 

দাসপুর: রাজমিস্ত্রির (Mason) কাজ করতে এসে অন্যের স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে পালানোর
প্রস্তাব ৷ কৌশলে সেই বধূ প্রস্তাবটি মোবাইলে ভিডিও রেকর্ড করে নেয় ৷ জানিয়ে দেয় পরিবারের
সদস্যদের ৷ তারপরই বীরভূমের যুবককে গাছে বেঁধে ফেলেন স্থানীয়রা ৷ ঘটনার খবর যায় পুলিশের
কাছে ৷ পুলিশ এসে আটক করেছে যুবককে ৷ এরপরই বহিরাগতদের এলাকায় থাকতে দেওয়া নিয়ে ক্ষোভ
তৈরী হয় স্থানীয়দের মধ্যে ৷

 

  চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিম
মেদিনীপুর (Paschim Medinipur) জেলার দাসপুর (Daspur) থানার সিংহচক গ্রামে। জানা যায়
,
সিংহচক গ্রামে বেশ কিছুদিন ধরে বীরভূম (Birbhum) থেকে থেকে রাজমিস্ত্রির কাজ করতে এসেছে
অভিযুক্ত হাসান শেখ।কাজ করার সুবাধে অনেকে প্রতিবেশীদের সাথে পরিচিত হয়ে গিয়েছিল সে
৷ তারপরই স্থানীয় এক বধূকে প্রেমের প্রস্তাব দিচ্ছিল নাকি সে ৷ কয়েক দিন ধরেই
দাসপুরের সিংহচক গ্রামের এক গৃহবথুকে কুপ্রস্তাব দেয় ৷ বৃহস্পতিবার ওই গৃহবধূকে ওই
যুবক তার সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় ৷ বধূ কৌশলে তার ভিডিও রেকর্ড করে
ফেলে ৷ তারপরেই তৎক্ষণাৎ প্রতিবেশীদের জানিয়ে দেয় ওই গৃহবধূ।


ঘটনা
জানাজানি হতেই ক্ষোভ তৈরী হয় ৷ এলাকার মানুষজন ওই যুবককে খুঁটিতে বেঁধে ফেলে ৷ পরে
দাসপুর থানার পুলিশের (Daspur police station) হাতে তুলে দেয়। এলাকার মানুষের দাবি- তাদের এলাকায় এরকম
বহু অচেনা ব্যক্তি রাজমিস্ত্রির কাজ করার জন্য আশ্রয় নিয়েছে
, তাই তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি রেখেছেন সমস্ত ব্যক্তির
সঠিক পরিচয় পত্র যাচাই করে যেমন এই এলাকাতে রাখা হয়। আর ওই অভিযুক্ত যুবকের
উপযুক্ত শাস্তি ও দাবি করেছেন তারা।



Daspur, Midnapore, Paschim Medinipur, Midnapore town, Medinipur, Daspur, Ghatal, love affair, 

 


Previous articleNabanna Abhijan : আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের জালে জেলার অনেকেই, দাসপুরে রাস্তায় শুয়ে বিজেপি কর্মীরা
Next articleRGKar : মেদিনীপুর মেডিকেলেও অত্যাচার চালায় তৃণমূল ছাত্র পরিষদ! ঘটতে পারে আরজিকর কান্ড। প্রিন্সিপালকে সাড়ে ৬ ঘন্টা ধরে আটকে রাখলো জুনিয়ার ডাক্তাররা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here