Home Blog Daspur : গভীর রাতে হাতেনাতে ধৃত পরকীয়া, যুগলকে গাছে বেঁধে বেধড়ক মার

Daspur : গভীর রাতে হাতেনাতে ধৃত পরকীয়া, যুগলকে গাছে বেঁধে বেধড়ক মার

20
0

 

দাসপুর: পশ্চিম মেদিনীপুরের
দাসপুরে পরকীয়া হাতেনাতে ধরা পড়ার পর এক ব্যক্তি ও মহিলাকে গভীর রাতে গাছে বেঁধে
চলল মারধর। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়। ধৃত ব্যক্তি
একটি রাজনৈতিক দলের
সক্রিয় কর্মী বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

শনিবার রাত দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে
পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার চন্ডিপুর এলাকায়।
গ্রামের একই পাড়ার
বাসিন্দা ওই যুগল ৷ দুজনেই বিবাহিত, মহিলার স্বামী কর্মসুত্রে অন্য রাজ্যে থাকেন ৷
ওই মহিলার পাশের বাড়ির এক মাঝ বয়সী ব্যাক্তির সাথে পরকীয়ার
সম্পর্ক ছিল বলে স্থানীয়রা জানান।
সম্পর্ক পুরনো বলেই দাবি গ্রামবাসীদের৷ শনিবার রাতে গ্রামবাসীরা ওত পেতে অপেক্ষা করছিলেন। ওই মহিলার বাড়িতে রাত
দেড়টা নাগাদ
ওই ব্যাক্তি প্রবেশ করার পরেই কিছুক্ষণ পর সকলে
বাড়িটি ঘিরে ধরে তাদের বের করেন। সামনেই একটি গাছে আলাদা আলাদা করে তাদের বেঁধে
রাখেন। চলে চড় থাপ্পড়।

 

স্থানীয় মারফত খবর জয় পুলিশে।
প্রায় আধঘন্টা পর সেখানে হাজির হয় পুলিশ। পুলিশ তাদের উদ্ধার করে নিয়ে যায়।
উদ্ধার হওয়া মহিলার স্বামী সোনার কারিগর
, তিনি অন্য রাজ্যে থাকেন।
রাতের এই ঘটনাটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে।


Previous articlePanchayet: ​আশাতীত ফল! সন্ধ্যা থেকে মেদিনীপুর শহরের রাস্তায় পথচারীদের মিষ্টি বিলি তৃণমূলের
Next articleKgp Rail: ট্রেন লাইনে পাথর ও কাঠের টুকরো, সিগন্যাল সংযোগ না পেয়ে ২২ মিনিট দাড়িয়ে ট্রেন, গ্রেপ্তার যুবক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here