দাসপুর: পুলিশ কেনো ঘনঘন গাড়ি চেকিং করবে ? পুলিশের এই চেকিং এড়াতে বাড়ছে দুর্ঘটনা ৷-এই দাবি করে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ৷ দীর্ঘ অবরোধ যানজট সামাল দিতে হিমসিম পুলিশের ৷ ঘটনা স্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী, ঘটনায় আটক ৮ জন প্রতিবাদী।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার বেলিয়াঘাটা এলাকায়। স্থানীয় বাসিন্দা জগদীশ মন্ডল বলেন-“প্রতিদিন নিত্য এই বেলিয়াঘাটা এলাকাতে পুলিশ দাঁড়িয়ে গাড়ি চেকিং করছে ৷ জরিমানা করছে ৷ প্রতিদিন কিসের এতো গাড়ি চেকিং ৷ এই পুলিশের ফাইন এড়াতে নিত্য স্থানীয়দের সমস্যা হচ্ছে ৷ দুদিন আগে কয়েকজন দ্রুত এড়াতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়েছে ৷ পরিবহন দফতরকে এনাদের রোজই এইভাবে রাস্তায় চেকিং করতে নির্দেশ দিয়েছে ৷ আমরা এটার প্রতিবাদ করছি” ৷
স্থানীয় বাকিদেরও একই দাবি- রাজ্য সড়কে পুলিশ কেন গাড়ি চেকিং করবে,যে কারনেই নাকি উল্টে দুর্ঘটনা বাড়ছে ৷ এমন দাবি করে ঘাটাল পাশকুড়া রাজ্য সড়কের বেলিয়াঘাটা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বহু লোকজন৷ এতে বেশ কিছুক্ষণ অবরোধ চলার কারণে ব্যাপক জানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে৷ অবরোধ তুলতে ঘটনাস্থলে উপস্থিত হন দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী৷ মহকুমা পুলিশ আধিকারিক সহ একাধিক পুলিশ আধিকারিকেরা হাজির হন। পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীরা পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে, ফের উত্তেজনা তৈরী হয়। এই ঘটনায় পুলিশ আটজন বিক্ষোভকারীকে আটক করেছে। বেশ কিছুক্ষণ পর অবরোধ তুলতে সক্ষম হয় পুলিশ। স্বাভাবিক হয় যান চলাচল।
পুলিশের দাবি –“জেলাতে পথ নিরাপত্তা সপ্তাহ শুরু হয়েছে ৷ যার কারনে বিভিন্ন স্থানে পথ নিরাপত্তা বিষয়ে মানুষকে সচেতন করা হচ্ছে” ৷ এর পেছনে বড়ো কারনও রয়েছে ৷ ‘ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি’ সূত্রে খবর, ২০২৪ সালে এই জেলায় পথ দুর্ঘটনা ঘটেছে ৭৪১টি। এরমধ্যে প্রাণঘাতী দুর্ঘটনা ,যেখানে এক বা একাধিকজনের মৃত্যু হয়েছে-এমন ঘটেছে ৪৮২টি। মৃত্যু হয়েছে ৫০৮ জনের। জখম হয়েছেন ৪৯৬ জন। যার কারনে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন পদক্ষেপ শুরু করেছে জেলার পুলিশ প্রশাসন থেকে পরিবহন দফতর ৷ জেলা শাসক খুরশেদ আলি কাদেরি জানিয়েছেন- বিভিন্ন দুর্ঘটনা প্রবন স্থান চিহ্নিত করে নানা পদক্ষেপ শুরু হয়েছে ৷