Home Blog DA :DA ইস্যুতে দুই বিরোধী সংগঠনের মিছিল জেলাশাসক দপ্তরে, হলো লাথালাথি

DA :DA ইস্যুতে দুই বিরোধী সংগঠনের মিছিল জেলাশাসক দপ্তরে, হলো লাথালাথি

37
0

 

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তর চত্বরে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ ইস্যুতে প্রতিবাদী মিছিল বের করা হয়েছিল দুপুরে। তারই পাল্টা সেখানেই তৃণমূলের কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে তিন শতাংশ ডিএ ইস্যুতে ধন্যবাদ জ্ঞাপক মিছিল বের করে। জেলাশাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে দুই পক্ষের সংঘর্ষ পরিস্থিতি তৈরি হয় মঙ্গলবার দুপুরে । শুরু হয়ে যায় হাতাহাতি লাথা লাথি। সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে।

যৌথ মঞ্চের পক্ষ থেকে গঙ্গাধর বর্মন বলেন-” ওরা গা জুয়ারি করে মিছিল করে এসে আমাদের উপর হামলা করেছে। আমাদের মহিলা কর্মীদের উপর হামলা হয়েছে। লাথি মেরেছে ওই কর্মচারীরা। আমরা এই আন্দোলন বন্ধ রাখবো না। চলবে দাবি না মেটা পর্যন্ত।”

তৃণমূলের সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি শীতল প্রসাদবিদ বলেন-” যারা বাম সংগঠনের পক্ষ থেকে এসেছেন তারা কেউই সরকারি কর্মী এই কালেক্টরেটের নয়। এরা সকলেই দুর্বৃত্ত। ওরাই হামলা চালিয়েছে।”

তবে এই ঘটনায় তীব্র উত্তেজনা তৈরি হয় ।সামাল দিতে হিমশিম খেতে হয়েছে কোতোয়ালি থানার পুলিশকে।

Previous articleCrops damage:বাজারে লঙ্কার দাম নেই, বিঘের পর বিঘে লঙ্কাচাষের জমিতে ট্রাক্টর চালিয়ে বিকল্পের পথে ঘাটালের কৃষকরা
Next articlePolice Raid: বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্তকরণ, অভিযান পুলিশের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here