Home Blog cracker explossion: নারায়ণগড়ে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরন,গুরুতর আহত দুই ব্যক্তি, চাঞ্চল্য এলাকায়

cracker explossion: নারায়ণগড়ে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরন,গুরুতর আহত দুই ব্যক্তি, চাঞ্চল্য এলাকায়

24
0

 

নারায়নগড়:- বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। আগুনে ঝলসে গুরুতর আহত দুইজন। কীভাবে ঘটনাটি
ঘটেছে সেই কারণ স্পষ্ট নয়
, তদন্ত শুরু করেছে পুলিশ
এলাকায় তুমুল আতঙ্ক। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর
জেলা নারায়ণগড় থানার তুঁতরাঙ্গা গ্রামে। আহতদের নাম বলাই মান্না ও বুদ্ধদেব
মান্না।স্থানীয়দের দাবি
বাড়িতে বাজি তৈরী হতো,মজুত ছিল সামগ্রী ৷

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে,শনিবার
সকালে ওই গ্রামের ভিতর বিকট আওয়াজ পান এলাকার মানুষজন। তারপর কান্নার আওয়াজ শুনে
গ্রামবাসীরা বাড়ি থেকে বেরিয়ে আছেন। তারপর বলাই মান্নার বাড়িতে গিয়ে দেখেন
রক্তাক্ত অবস্থায় বলাই মান্না পড়ে রয়েছেন
আহত হয়েছে ছেলে প্রহল্লাদ মান্না। তাদেরকে উদ্ধার করে স্থানীয়
হাসপাতালে ভর্তি করা হয়।

 এর আগেও এই এলাকায় বিস্ফোরণ ঘটনা ঘটেছিল বেআইনী
বাজি কারখানাতে
সেবার বাড়িতে আগুন লাগলেও কোনো মানুষের
ক্ষতি হয় নি৷ তবে এবার কোনোভাবে বিস্ফোরনে ক্ষতিয়ে হয়েছে বাড়ির সদস্যদের ৷
ঘটনাস্থলে হাজির হয়ে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ কতো বাজি বা বারুদ ছিল
, কিভাবে বিস্ফোরনের ঘটনা ঘটেছে তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে ৷




Previous articlejangalmahal: মেদিনীপুরে বাজেয়াপ্ত অস্ত্র ও শিকার করা পশু, শিকারীদের অবরোধ বিক্ষোভ, হিমশিম খেল পুলিশ
Next articleAvisekh Banerjee: কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে প্রধানমন্ত্রীকে জবকার্ডধারীরা চিঠি পাঠানো শুরু করল অভিষেক ব্যানার্জীর পরামর্শে, নেতৃত্বে তৃণমূল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here