Home Ghatal Live Duare sarkar: দুয়ারে সরকার শিবিরে সারাদিন উপভোক্তাদের সহযোগিতায় সিপিআইএম নেতা কর্মীরা

Duare sarkar: দুয়ারে সরকার শিবিরে সারাদিন উপভোক্তাদের সহযোগিতায় সিপিআইএম নেতা কর্মীরা

118
0

Daspur : দুয়ারে সরকার শিবির কর্মীসুচী নিয়ে বিরোধীদের কটাক্ষ সব সময়েই লেগে থাকে ৷তাতে বামেরাও বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে খোঁচা দিয়েছে ৷ বিভিন্ন প্রকল্পকে ভাঁওতা বলেও বহুবার ইতিপুর্বে কটাক্ষ করেছিলেন সিপিআইএমের নেতারা ৷ পরে লক্ষী ভান্ডারের মতো প্রকল্প যে মানুষের ভালো কাজে লেগেছে ও শাসকদলের কাছে ইতিবাচক হয়েছে নির্বাচনী ফলাফলে তাও স্বীকার করতে বাধ্য হয়েছিলেন বাম থেকে বিজেপি নেতারা ৷ এবার সেই বিরোধীতা থেকে সরে এসে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের দুয়ারে সরকার শিবিরে সিপিআইএম নেতাদের সহযোগীতা করতে দেখা গেল দিনভর বসে ৷

এমনই ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর হাইস্কুলে। এই স্কুলে সরকার ঘোষিত নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে আয়োজন করেছে দাসপুর-১ ব্লক প্রশাসন।এই শিবির থেকে সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভান্ডার,স্বাস্থ্যসাথী, বার্ধক্যভাতা,বিধবা ভাতার মতো আরও একাধিক সরকারি প্রকল্পে নাম নথিভুক্তিকরণ থেকে বিভিন্ন সরকারি পরিষেবা সরাসরি প্রদান করা হয়।নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে ৩৭ টি প্রকল্প রাখা হয়েছে, শিবিরে সাধারণ মানুষের উপচে পড়া ভীড় ছিল ৷

দাসপুরের পার্বতীপুর হাইস্কুলে দুয়ারে সরকার এই শিবিরেই রীতিমতো খাতা কলম হাতে সাধারণ মানুষের সাহায্য শিবির খুলে বসে থাকতে দেখা গেল সিপিআইএম এর দাসপুর কলোড়া এরিয়া কমিটির সদস্যদের। কলম হাতে দুয়ারে সরকার শিবিরে সিপিআইএম এর নেতারা শিবিরে বসেছিলেন দিনভর ৷ সরকারি প্রকল্পে নাম নথিভুক্ত করতে আসা সাধারণ মানুষের ফর্ম ফিলাপ থেকে তাদের সরকারি প্রকল্পের খুঁটিনাটি বুঝিয়ে দিতে দেখা গেল কলোড়া এরিয়া কমিটির সদস্য তথা দাসপুরের প্রবীণ সিপিআইএম নেতা গণেশ সামন্তকেও।

দুয়ারে সরকার শিবিরে বাম নেতাকর্মীদের উপস্থিতি এবং শিবির করে সাধারণ মানুষকে সহযোগিতা প্রসঙ্গকে দাসপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুনীল ভৌমিক স্বাগতই জানিয়েছেন। তিনি বলেন,”এটাই আমাদের মুখ্যমন্ত্রীর বৈশিষ্ট্য, দলমত নির্বিশেষে সকলেই এখানে অংশগ্রহণ করছেন,সবার কাছে তিনি পৌঁছে গেছেন।তৃণমূল কংগ্রেসের সরকার ক্ষমতায় আছে বলে এখানে শুধু তৃণমূল কংগ্রেসের লোকজন পরিষেবা নেবে তা নই। এখানে সমস্ত দলের মানুষ পরিষেবা নেওয়ার জন্য আসছেন এটাই আমাদের মুখ্যমন্ত্রীর অনন্য প্রয়াস।”

এই প্রসঙ্গে স্থানীয় সিপিআইএমের নেতা তথা সিপিএম কলোড়া এরিয়া কমিটির সম্পাদক প্রশান্ত দিন্দা বলেন- “ বহু মানুষ নিজেরা এই সরকারি কল্যানমুখী প্রকল্পগুলির সুবিধা নিতে হাজির হয়েছিলেন৷ আমরা তাদের সুবিধার্থে সহায়তা করেছি ৷ যাতে তারাও এই সুবিধা নিতে পারে ৷ তাই আমাদের পক্ষ থেকে অনেকেই ছিলাম শিবিরে ৷”

অতীতে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো সরকারি প্রকল্পকে কটাক্ষ করতে শোনা গেছে বিরোধীদের তরফে,এই দুয়ারে সরকার শিবির নিয়েও বিস্তর অভিযোগ কটুক্তি করা হয়েছিল বিরোধীদের থেকে।সরকারি সেই দুয়ারে সরকার শিবিরে বামেদের ক্যাম্প করে বসে উপভোক্তাদের সহযোগিতার ছবি ব্যতিক্রমী বলেই মনে করছে অনেকে।

Previous articleBanglar Bari: সমীক্ষক দলের হয়ে স্বামী-র ভুল তথ্য দিয়ে বাংলার বাড়ি পাইয়ে দিয়েছিলেন, ধরা পড়তেই টাকা ফেরত দিলেন মহিলা সার্ভেয়ার
Next articleRoad accident: পথদু্র্ঘটনাতে শীর্ষ তালিকায় পশ্চিম মেদিনীপুর, মানুষ বাঁচাতে বাড়লো তত্পরতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here