Home Medinipur Live CID investigation: মেদিনীপুর হাসপাতালে রোগী মৃত্যুর তদন্তে হাজির হলো CID,ঘন্টাভর কথোপকথন সুপার...

CID investigation: মেদিনীপুর হাসপাতালে রোগী মৃত্যুর তদন্তে হাজির হলো CID,ঘন্টাভর কথোপকথন সুপার এর সাথে

70
0

Medinipur: মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা তদন্তে হাজির হয়ে গেল সিআইডি। মঙ্গলবার বেলা বারোটা নাগাদ তারা সরাসরি মেদিনীপুর মেডিকেল কলেজে এসে হাজির হয়। বেশ কিছুক্ষণ সেখানে ফোনে আধিকারিকদের সঙ্গে কথোপকথন করে সুপারের অফিসে চলে যান। হাসপাতাল সুপার এর অফিসে দীর্ঘক্ষণ বৈঠক করেন তারা। তবে এই নিয়ে বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাসের দাবি-“পুরো ঘটনা ধামাচাপা দিতে ও আই ওয়াশ করতে এ সি আই ডি তদন্ত।”

সিআইডি আধিকারিকরা এদের কোনরকম করা বলতে চাননি সংবাদ মাধ্যমের সামনে। তবে তারা তাদের মত করে কাজ বেশ কিছুটা এগিয়েছেন এদিন। হাসপাতালের কোন আধিকারিকও এদিন কোন মন্তব্য করতে চায়নি এই প্রসঙ্গে। ঘটনার দিনের ক্ষতিগ্রস্ত প্রসূতিদের যে ২ শিশু মেদিনীপুর হাসপাতালে ভর্তি ছিল তাদের একজনের অবস্থা এখনো আশঙ্কা জনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র শিশু বিশেষজ্ঞ ডাক্তার তারাপদ ঘোষ জানিয়েছেন-” ভর্তি থাকা দুই শিশুর মধ্যে একজনের অবস্থা একটু খারাপ হয়েছে। শুরু থেকেই তাকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। তবে মামনি রুইদাস এর যে শিশুটি রবিবার ভর্তি করা হয়েছিল সে অনেক ভালো রয়েছে। সব রকমের তৎপরতা রয়েছে চিকিৎসার ক্ষেত্রে।”

উল্লেখ করা যায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত বুধবার রাতে পাঁচ প্রসুতির সিজারিয়ান অপারেশন করার পর তাদের শারীরিক পরিস্থিতি খারাপ হয়ে যায়। অপারেশন কিংবা ঔষধের ভুল ব্যবহারে তাদের পরিস্থিতি খারাপ হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। শুক্রবার রাতেই আশঙ্কাজনক থাকা মামনি রুইদাস নামে এক প্রসূতির মৃত্যু হয়েছিল। সেই সাথে আরো বাকি চারজনের শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এদের একজন নিয়ন্ত্রণে থাকলেও বাকি তিনজনের পরে সেটি জটিল মনে হওয়াতে রাজ্য স্বাস্থ্যকর্তারা পরিদর্শনের পর তাদের কলকাতার এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। তবে এই কাণ্ডে সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি ও জুনিয়ার দিয়ে অপারেশন, ভুল ওষুধ প্রয়োগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ব্যবহারের-মতো অভিযোগ উঠেছে। যা নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতি বর্তমানে। সেই কাণ্ডে মেদিনীপুর হাসপাতালে সমস্ত আধিকারিক চিকিৎসকদের ডেকে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী নিজেও। এরপর মঙ্গলবার মেদিনীপুর হাসপাতালে সেই ঘটনা তদন্তে হাজির হয়েছে সিআইডি।

Previous articleCID investigation: মেদিনীপুর হাসপাতালের ঘটনায় তদন্তে সি আই ডি !
Next articleCID : ৬ ঘন্টার টানা জিজ্ঞাসাবাদ সিআইডির, টানা জেরাতে নাজেহাল হাসপাতাল সুপার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here