Home Medinipur Live Midnapore Hospital:মেদিনীপুর হাসপাতালের ১২ চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা সিআইডি-র

Midnapore Hospital:মেদিনীপুর হাসপাতালের ১২ চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের ধারা সিআইডি-র

57
0

মেদিনীপুর: চিকিৎসায় গাফিলতির অভিযোগে থাকা ১২ জন সিনিয়র ও জুনিয়র চিকিৎসকের সাসপেন্ড করেছে স্বাস্থ্য দপ্তর। তারপরেই থমথমে পরিস্থিতির তৈরি হয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রাতেই ৬ জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করার প্রতিবাদে মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তাররা ঐক্যবদ্ধ হয়ে বৈঠকের পর জানিয়ে দিয়েছিল তারা কর্ম বিরতিতে যাচ্ছে শুক্রবার সকাল থেকে। তাদের দাবি ছিল-“জুনিয়র ডাক্তারদের ভুল- এই অভিযোগ মিথ্যে। তাই অবিলম্বে সাসপেনশন প্রত্যাহার করতে হবে জুনিয়র ডাক্তারদের উপর থেকে। তা না হলে অনির্দিষ্ট কালের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি জারি রাখবেন এই জুনিয়র ডাক্তাররা।”



শুক্রবার সকাল থেকে জুনিয়র ডাক্তারদের হুঁশিয়ারি মতো খুব একটা প্রভাব পড়েনি মেদিনীপুর হাসপাতালে। কারণ ইতিমধ্যেই ছয় জন ডাক্তারকে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর। তাই সমস্ত সিনিয়র চিকিৎসক সকাল থেকেই মোতায়েন ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগে। আউটডোর ইনডোর কোন পরিষেবাতেই খুব একটা চিকিৎসকের অভাব বুঝতে দেননি তারা। অন্যদিকে-জুনিয়র ডাক্তারদের ডাকা কর্মবিরতি নিয়ে নিজেদের মধ্যেই মতান্তর তৈরি হয়েছে । এই ধরনের ঘটনা তে জুনিয়র ডাক্তারদের আন্দোলন বিপরীত পরিস্থিতি তৈরি করতে পারে এমন আজ করে অনেক জুনিয়র ডাক্তার চিকিৎসা পরিষেবাতে হাত লাগিয়েছেন। ফলে জুনিয়র ডাক্তারদের কর্ম বিরতি কোন প্রভাব ফেলেনি মেদিনীপুর হাসপাতালে শুক্রবার দিনভর। দুপুরের মধ্যেই ছটি অপারেশন পর্যন্ত হয়েছে। সাসপেন্ড হয়ে যাওয়া ডাক্তারদের স্থানে অন্য হাসপাতাল থেকে সিনিয়র চিকিৎসক নিযুক্ত হয়ে যাওয়ায় অপারেশন প্রক্রিয়াও থেমে থাকেনি।


শুক্রবার বেলা একটা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিআইডির ৮ সদস্যের একটি টিম হাজির হয়ে যায়। সেই টিমের পক্ষ থেকে প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে সকলে হাজির হয়ে যান কোতোয়ালি থানাতে। সেখানে নিজেদের তদন্ত করে পাওয়া রিপোর্ট এফআইআর আকারে যেটা দেওয়া হয়েছিল তার কপি সেখান থেকে সংগ্রহ করেন। এফআইআর প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মেদিনীপুর হাসপাতালের এই গাফিলতি কাণ্ডে যে ১২ জন সাসপেন্ড হয়েছে তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, কর্তব্যে গাফিলতি, নির্দেশ না মানা-র মত অভিযোগ আনা হয়েছে।



এদিন বেলা দুটো নাগাদ কলকাতা থেকে মেদিনীপুর হাসপাতালে তিনটি সংগঠন হাজির হয়। প্রথমে হাজির হয় “মেডিকেল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম ও নার্সেস ইউনিটি” নামের সংগঠন। তারা জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সাথে থাকার আহ্বান জানান। তারপরেই হাসপাতালে বেলা বাড়তে হাজির হয়-সিনিয়র ডাক্তারদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর দুই সিনিয়র চিকিৎসক। সেই সাথে জুনিয়র ডাক্তারদের সংগঠন “জুনিয়র ডক্টরস ফ্রন্ট”হাজির হয়ে যায়। এই তিনটি সংগঠন মেদিনীপুর মেডিকেলের জুনিয়র ডাক্তারদের নিয়ে বৈঠকে বসে। কিভাবে আন্দোলন করা যাবে বা কিভাবে প্রতিবাদ হবে তা নির্ধারণ করতে এই বৈঠক বলে জানা গিয়েছে।

YouTube player

এমত পরিস্থিতিতে হাসপাতালে দায়িত্ব গ্রহণ করেছেন হাসপাতালে নতুন সুপার ইন্দ্রনীল সেন। তিনি জানান আমি সমস্ত কিছু দায়িত্ব ধীরে ধীরে বুঝে নেওয়ার চেষ্টা করছি।

Previous articleMedinipur Medical: মেদিনীপুর হাপাতালের সুপার সহ ১২ জনকে সাসপেন্ড ঘোষনা মুখ্যমন্ত্রীর, অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষনা করল জুনিয়ার ডাক্তাররা
Next articleJunior doctors:কর্ম বিরতি নয়! দ্বিধা বিভক্ত হয়ে গেল জুনিয়র ডাক্তাররা। তাদের অভিযোগ রোগীর মৃত্যু হয়েছে “স্যালাইনে”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here