![]() |
ঘটনার পর ঘটনাস্থল |
খড়গপুর: বিকল হয়ে যাওয়া ট্রেলারকে টেনে নিয়ে যাচ্ছিল ব্রেকডাউন ভ্যান। বাম্পার পার হওয়ার সময় ঝাকুনি হতেই ভ্যান এর সাথে আটকে রাখা তার খুলে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বিশাল ট্রেলার বাঁধন আলগা হয়ে পিছিয়ে এলো প্রচন্ড গতিতে। রাস্তার পাশে থাকা চা দোকান ও বাইক মেরামতির গ্যারেজ পরপর গুঁড়িয়ে দিল রূপনারায়নপুর এলাকাতে। চাঞ্চল্যকর ঘটনা। গাড়ির তলাতে চাপা পড়লেন এক পথচারী। উদ্ধার করে পাঠানো হলো চিকিৎসার জন্য।
রবিবার বেলা দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত রূপনারায়নপুর এলাকাতে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনু-রূপনারায়ণপুর সংলগ্ন এলাকার একটি কারখানা চত্বর থেকে বিকল হয়ে যাওয়ার ট্রেলার টিকে মেরামতির জন্য নিয়ে যাচ্ছিল একটি ব্রেকডাউন ভ্যান। শক্ত মোটা ধাতব তারে বেঁধে ট্রেলারকে টেনে নিয়ে যাচ্ছিল ওই ভ্যানটি। রূপনারায়ণপুর চক এলাকাতে একটি বাম্পার পার হতেই সামনে থাকা ব্রেক ডাউন ভ্যানের হুক থেকে ট্রেলারের বাঁধন তার খুলে যায়। তখনই বিশাল সেই ভারী ট্রেলার নিয়ন্ত্রণ হারিয়ে ঢাল বেয়ে প্রচন্ড গতিতে পিছিয়ে যায়। ওই সময় চকের জাতীয় সড়কের পাশে দুটি খাবারের দোকানে অনেকেই বসে ছিলেন। সামনে আরো একটি মোটরসাইকেলের গ্যারেজে অনেকগুলি বাইক দাঁড় করানো ছিল মেরামতির জন্য। প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে টেলারটি পিছিয়ে যায়।
গ্যারেজে দাঁড়িয়ে থাকা বাইক গুলির ওপর দিয়ে একের পর এক ভেঙ্গে গুড়িয়ে পিছিয়ে যায় পরপর তিনটি দোকান ভেঙে।। এতে দুটি খাবার দোকান ও বাইকের গ্যারেজ ভেঙে একেবারে নষ্ট হয়ে যায়। কোনভাবে দোকানে বসে থাকা লোকজন লাফিয়ে বেরিয়ে পালাতে সক্ষম হলেও একজন চাপা পড়ে যান। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় খড়গপুর মহাকুমা হাসপাতালে।