Home Blog Bus Accident : বৃষ্টির দুপুরে মদ্যপান করে বাস চালাচ্ছিলেন চালক! নিয়ন্ত্রণ...

Bus Accident : বৃষ্টির দুপুরে মদ্যপান করে বাস চালাচ্ছিলেন চালক! নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে দুই পাল্টি, আহত হলেন ১৪ জন

39
0

মেদিনীপুর:
বৃষ্টিস্নাত দুপুরে ঝাড়গ্রাম থেকে যাত্রী তুলে নিয়ে মেদিনীপুরে প্রবেশ করছিল
বেসরকারি একটি বাস। খুব বেশি যাত্রী ছিল না বাসটিতে বলেই দাবি অন্যান্য
সহযাত্রীদের। মেদিনীপুরে ঢোকার আগে প্রচন্ড গতিতে ছিল বাসটি। লোহাটিকরি এলাকায়
নিয়ন্ত্রণ হারায় বাস। ধাক্কা মারে পাশের গাছে। একদম উপর থেকে রাস্তার পাশে দুই
পাল্টি খেয়ে নিচে পড়ে যায় বাস। একেবারে চারটি চাকা ওপরের দিকে হয়ে যায়।
পরিস্থিতি বেগতিক দেখে বাস ছেড়ে পালায় চালক। স্থানীয় লোকজন ও গুড়গুড়িপাল
থানার পুলিশ এসে সকলকে উদ্ধার করেছে। ১৪ জনকে আহত রক্তাক্ত অবস্থায় বিভিন্ন
হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহত যাত্রীদের দাবি-“বাসের চালক মদ্যপ
অবস্থায় প্রচন্ড জোরে গাড়ি চালাচ্ছিলেন বলেই এই ঘটনা ঘটেছে।”

 

 

 

লোহাটিকরি
এলাকাতে এই ঘটনা ঘটেছে সোমবার দুপুর আড়াইটা নাগাদ। ঘটনার পরেই স্থানীয় লোকজন
ছুটে এসে কাঁচ ভেঙে বাসের ভেতর থেকে যাত্রীদের সকলকে উদ্ধার করেছে। রক্তাক্ত
অবস্থায় কিছু যাত্রীকে প্রথমে দেপাড়া স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। বাকিদের
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপরে সেখানে নিয়ে আসা হয় জেসিবি
মেশিন। বাঁশের তলায় কোন যাত্রী চাপা পড়ে রয়েছে কিনা তা দেখার চেষ্টা করা হয়।
তবে বাস সোজা করে তেমন কিছু পাওয়া যায়নি। যাত্রীদের দাবি বাসের ভেতরে তেমন বেশি
যাত্রী ছিল না বলে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। সৌভাগ্যবশত ১৪ জন যাত্রী আহত হয়েছে
শুধুমাত্র।

 


মেদিনীপুর
হাসপাতালে আগত রক্তাক্ত এক যাত্রী চিত্ত বিশুই বলেন-” আমি ধেড়ুয়া থেকে এই
বাসে উঠেছিলাম। বাসটি প্রচন্ড গতিতে ছিল। তবে বাসের ভেতরে যাত্রী কম ছিল। বাসের
চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এই ঘটনাটি ঘটেছে। মদ্যপ হয়ে প্রচন্ড জোরে গাড়ি
চালাচ্ছিল সে।”
তবে সমস্ত
উদ্ধার করে ঘটনার তদন্ত করে দেখছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বাসটিকে। তবে ফেরার
বাসের চালক ও অন্যান্য কর্মীরা।


Bus accident, Jhargram, Medinipur, Private buses, accident, Injured, Gurguripal police, Paschimmedinipur, Medinipur live,


Previous articleFlood : বিপদ সীমায় ঘাটালে নদীর জল! বাড়ি ছাড়তে শুরু করলেন প্লাবিতরা
Next articleFlood : বন্যা দেখতে গিয়ে কেশপুরে জলের স্রোতে ভেসে গেল নাবালক,চারঘন্টা বন্যার স্রোতে লড়াই করে দেহ উদ্ধার করলেন গ্রামবাসীরাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here