Home Kharagpur Live Train accident : ট্রেনের বগিতে বালতি ভর্তি বাজি, বিস্ফোরণে বগিতে আগুন, ঝাঁপ...

Train accident : ট্রেনের বগিতে বালতি ভর্তি বাজি, বিস্ফোরণে বগিতে আগুন, ঝাঁপ দিলেন যাত্রীরা

145
0

হাওড়া: চলন্ত মেল ট্রেনের ভেতরে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ। তাও আবার গভীর রাতে। ভয়াবহ বিস্ফোরণে ট্রেনের বগিতে আগুন লেগে যাওয়ার ঘটনা। প্রাণ বাঁচাতে চলন্ত ট্রেন থেকেই ঝাঁপ দিয়েছেন অন্তত কুড়িজন যাত্রী। অমৃতসর থেকে হাওড়া আসার মেল ট্রেনে এই ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে।



রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার ফলে ট্রেনের ভেতরে থাকা অনেকেই আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।



রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, অমৃতসর থেকে হাওড়া গামী অমৃতসর মেলে এই দুর্ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে দশটা নাগাদ। জেনারেল কামরাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে সিরহিন্দ রেল স্টেশনের কাছে। চলন্ত ট্রেনে বালতিতে ভর্তি করে বাজি নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক অনুমান। সেই বাজি থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে ধরা পড়েছে।




হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ফলে ওই কামরাতে পুরো আগুন লেগে যায়। ভয়াবহ আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন অন্তত কুড়িজন যাত্রী। এদের মধ্যে চারজন গুরুতর আহত হন। এই ঘটনায় আহতদের সকলকে উদ্ধার করে সেখানে থাকা ফতেগড় সাহিব সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ জিআরপি (GRP) ও রেলরক্ষী বাহিনী আরপিএফ(RPF)। বালতিতে করে কে বা কারা এই বাজি নিয়ে যাচ্ছিল তা দেখা হচ্ছে ৷

Previous articleGhatal: ভাইফোঁটার দিনেও ভাইয়ের কাছে পৌঁছোতে পারে না এঁরা, উপহার নিয়ে ভাইফোঁটা নিতে গেলেন মহাকুমা শাসক
Next articleDaspur flood: দানা-র প্রভাবে প্লাবিত বন্যার জল সকালে ভেঙে দিল শিলাবতী নদীর বাঁধ, ঝুলে গেল একতলা পাকা বাড়ি ও সেতু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here