Home Blog Brown sugar: ​বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে জলেশ্বর প্রবেশ,পুলিশের হাতে গ্রেপ্তার...

Brown sugar: ​বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে জলেশ্বর প্রবেশ,পুলিশের হাতে গ্রেপ্তার মেদিনীপুরের ৩, বাজেয়াপ্ত ৩০ লক্ষ টাকা মূল্যের ব্রাউন সুগার

38
0

 

মেদিনীপুর: বিপুল পরিমাণ ব্রাউন সুগার নিয়ে উড়িষ্যা যাওয়ার পথে বালাসোর জেলার পুলিশের হাতে সোমবার গ্রেপ্তার পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত এলাকার তিন বাসিন্দা। বালাসোর জেলার পুলিশ সুপার সাগরিকা নাথ জানিয়েছেন-“পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত এলাকার দুই যুবক ও এক মহিলা একটি সাদা রঙের মারুতি ডিজায়ার করে জলেশ্বর এ যাচ্ছিলেন। নির্দিষ্ট সূত্রে পাওয়া খবর অনুসারে ৬০ নম্বর জাতীয় সড়কের আগ্রাওয়ালা বাইপাসে তাদের ধরা হয়। তাদের কাছ থেকে ৩০২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।   

ধৃত দুই যুবকের বয়স আনুমানিক ২৬ বছরের মতো, মহিলার বয়স আনুমানিক ৩৭। তাদের গ্রেপ্তার করে গাড়ি ও বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।” পুলিশ সুপার জানিয়েছেন জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট জেলার পুলিশের সঙ্গে সংযোগ স্থাপন করছেন তারা।  

তবে এর আগে বেশ কয়েকবার উড়িষ্যা থেকে এই রাজ্যে গাঁজা পাচার করার সময় বহু ব্যক্তি বহুবার গাড়িসহ গ্রেপ্তার হয়েছিল। এবার ব্রাউন সুগার নিয়ে উড়িষ্যায় ঢোকার পথে গ্রেপ্তার এই রাজ্যের পশ্চিম মেদিনীপুরের তিন বাসিন্দা।


Previous articleMedinipur Live: মেদিনীপুরে কংসাবতী নদীর ওপর দ্রুত শুরু হবে ২৪৫ কোটি টাকা ব্যয়ে চার লেনের সেতু,এপ্রোচে পুনর্বাসনের দাবি
Next articleelephant attack: অতি উৎসাহী যুবদের তান্ডবে অতিষ্ঠ হাতি,সকালে ভাঙলো ঐরাবত,বিকালে মোটরবাইক-সাইকেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here