Home Medinipur Live Medinipur : মেদিনীপুরে বিজেপির কার্যালয় ভাঙচুর করে আগুন লাগানোর ঘটনা রাতে, চন্দ্রকোনায়...

Medinipur : মেদিনীপুরে বিজেপির কার্যালয় ভাঙচুর করে আগুন লাগানোর ঘটনা রাতে, চন্দ্রকোনায় তছনছ তৃণমূল কার্যালয়

71
0

মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর সংলগ্ন ধর্ম এলাকাতে বিজেপির মন্ডল কার্যালয় গভীর রাতে ভাঙচুর করে জিনিসপত্র পুড়িয়ে দেওয়ার অভিযোগ। কার্যালয়ের ভিতরে থাকা ফ্লেক্স ওই জিনিসপত্র ছিড়ে ভেঙে ফেলে দেওয়া হয়েছে পাশের জলাশয়ে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের দারস্ত হচ্ছেন বিজেপি নেতারা। অন্যদিকে জেলার চন্দ্রকোনা এলাকাতে তৃণমূলের বুথ কার্যালয়ে তৃণমূলের দলীয় পতাকা ও ফেস্টুন ছিড়ে খুলে ফেলে দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ।

মেদিনীপুর শহরের ধর্ম এলাকাতে জাতীয় সড়কের পাশে টিনের দেয়াল দিয়ে তৈরি করা হয়েছিল বিজেপির মন্ডল কার্যালয়। বিজেপির নেতাকর্মীরা নিজেদের কাজকর্ম পরিচালনা করে বলেই দাবি। বিজেপির জেলা সহ সভাপতি শংকর গুছাইত জানিয়েছেন-” কালী পূজার রাতে কেউবা কারা এই কার্যালয়ে টিনের দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে সমস্ত জিনিস ভাঙচুর করে তছনছ করে দিয়েছে।। টিভি চুরি গিয়েছে। ভেতরে থাকা ফ্লেক্স কাগজপত্র জিনিসপত্র ভাঙচুর করে বাইরে পাশের একটি জলাশয়ে ফেলে দেওয়া হয়েছে। এই কাণ্ড তৃণমূলের লোকেরাই করে থাকবে। আমরা পুলিশে লিখিত অভিযোগ দায়ের করছি।”



তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের মেদিনীপুর বিধানসভা ও উপনির্বাচনের তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন-” বিজেপির গোষ্ঠী কোন্দল রীতিমত জর্জরিত অবস্থা। নিজেদের গন্ডগোলের জেরে এই কান্ড করে থাকবে। তা না হলে ওই এলাকায় অনেক সিসিটিভি রয়েছে, ওরা প্রমাণ করে দিক যে আমাদের দলের কোন কর্মী এই কাজে জড়িত। যদি প্রমাণ করতে পারে  সেই কর্মীকে দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আমরা। কিন্তু এটা তা নয়। বিজেপির একে অপরের বিরুদ্ধে যে কোন্দল, সেই গোষ্ঠী সমস্যা নিয়েই এই নিজেদের দলীয় কার্যালয় ভাঙচুর আগুন লাগানোর ঘটনা ঘটেছে। আমাদের নামে মিথ্যা অভিযোগ করছে।”



অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার অন্তর্গত রাইলা গ্রামে তৃণমূলের একটি বুথ কার্যালয়ের দলীয় পতাকা এবং ফেস্টুন ছিড়ে খুলে ফেলে দিয়েছে কেউ বা কারা। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে-বিজেপির লোকজন এই কাণ্ড করেছে। এলাকায় সন্ত্রাস তৈরি করতে চাইছে বিজেপি।



যদিও বিজেপির পক্ষ থেকে পুরো ঘটনা অস্বীকার করা হয়েছে। বিজেপির স্থানীয় নেতৃত্বদের দাবি-” তৃণমূলের অন্ত দ্বন্দ্বের ফলে এই ঘটনা ঘটেছে। নিজেদের মধ্যে গোষ্ঠী কোন্দল সমস্যাতে নিজেদের কার্যালয় ভাঙচুর হয়েছে।” তবে সমস্ত ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ।

Previous articleGhatal : কারও মাথায় চড়ে, কোথাও নৌকা কিংবা সাইকেলে চড়ে বন্যা পার হল কালী, কালী পুজোতেও রক্ষা পেলনা ঘাটাল !
Next articleJangalmahal : পুজোতে রঙিন আলোর রোশনাই নয়, সারারাত মশাল হাতে গ্রাম পাহারায় জঙ্গলমহলের বাসিন্দারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here