Home Medinipur Live Election : শহর নিশ্চিত মনে করে জঙ্গলেই ফোকাস বিজেপি প্রার্থী শুভজিত রায়-এর

Election : শহর নিশ্চিত মনে করে জঙ্গলেই ফোকাস বিজেপি প্রার্থী শুভজিত রায়-এর

85
0

শালবনী: ভোট প্রচারের শেষ রবিবার ছিল। তাই সকাল থেকে রাত ছুটির দিনের বড় প্রচারটা জঙ্গলমহলেই রাখলেন বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। মেদিনীপুর বিধানসভা  উপনির্বাচনের এই প্রার্থী রবিবার সকাল থেকে শালবনির বাকিবাঁধ সংলগ্ন এলাকায় প্রচার করেছিলেন। সুসজ্জিত বাইক রানি করে শালবনীর জঙ্গলমহল দিনভর ঘুরে বেড়িয়েছেন হুডখোলা গাড়িতে। রাত আটটা পর্যন্ত দেখা গেল পিড়াকাটা সংলগ্ন এলাকাতে।



মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে ভোটারদের একটা বড় অংশ রয়েছে জঙ্গল মহলের গ্রামগুলিতে। তাই বেশিরভাগ প্রার্থীদের নজর শহরতল্লাট ছেড়ে গ্রামাঞ্চলে। সেক্ষেত্রে বিজেপি প্রার্থীর নজর একটু অন্যভাবে। গত কয়েকটি নির্বাচনের কথা মাথায় রেখে বিজেপির নেতাকর্মীরা নিশ্চিত হয়েছেন শহরতল্লাটের ভোট বিজেপির পক্ষেই পড়ছে। তাই, বিজেপি প্রার্থী কর্মীদের নিয়ে শালবনির জঙ্গল মহলের গ্রামগুলিতে বেশিরভাগ সময়টা কাটালেন বড় প্রচারের দিন।

শালবনীতে কচিকাঁচাদের সাথে বিজেপি প্রার্থী

রবিবার সকাল থেকে শালবনের বাকিবাঁধ অঞ্চলের বিভিন্ন গ্রামগুলিতে বিশাল মোটরবাইক র‍্যালি করে প্রচার করেছিলেন তিনি। কোন কারণে বিজেপি প্রার্থীকে ভোট দিতে হবে জঙ্গলমহলের গ্রামগুলিতে ঘুরে ঘুরে তিনি মনে করিয়েছেন। সারাদিন চুটিয়ে প্রচার করেছেন ওই এলাকাতে। এরপরে রওনা দিয়েছিলেন শালবনির উল্টো প্রান্তে থাকা পীড়াকাটা সংলগ্ন এলাকায়। রাত আটটা পর্যন্ত নিজে হুড খোলা গাড়িতে থেকে বিশাল মোটরবাইক মিছিল সহযোগে প্রচার করলেন পিড়াকাটা সংলগ্ন এলাকায়।


শুভজিৎ রায় বলেন-” গত কয়েকটি নির্বাচনে আপনারা দেখবেন শহর তল্লাটের লোকজন বিজেপিকে প্রথম পছন্দের হিসেবে ধরে নিয়েছে।। যে কারণে প্রতিটা নির্বাচনে শহর তল্লাট  এলাকায় বিজেপির পক্ষে ভালো ভোট পড়ে। তারা সবটাই বোঝেন। এবার গ্রামের সরল মানুষগুলোর কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি। কোন কারণে বিজেপিকে ভোট দিতে হবে সেটা মনে করিয়ে দিয়েছি। মানুষ আরজিকর কাণ্ডসহ বিভিন্ন ইস্যু নিজেদের নজরদারিতে রেখেছে। ভোটের বাক্সে তার প্রতিফলন হবে তারা জানিয়ে দিয়েছেন।”

Previous articleJune Maliah : ভোটের আগে দলবদলের খেলা মেদিনীপুর বিধানসভায়
Next articleElection: শেষ লগ্নের ভোট প্রচারে ঝড় মেদিনীপুরে, তাবড় নেতাদের উপস্থিতি শহরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here