Home Medinipur Live Elephant attack: মেদিনীপুর শহরের উপকণ্ঠে হাতির সামনে বাইক আরোহী, পালাতে গিয়ে পড়ল...

Elephant attack: মেদিনীপুর শহরের উপকণ্ঠে হাতির সামনে বাইক আরোহী, পালাতে গিয়ে পড়ল ইলেক্ট্রিক ফেন্সিং-এ

155
0

চাঁদড়া : সন্ধার পরে বাইকে করে বাড়ি ফিরছিলেন ব্যাক্তি ৷ জঙ্গল লাগোয়া প্রতিদিনের রাস্তায় বাইকের আলোর সামনে হঠাত্ হাতি ৷ কোনোভাবে বাইক ঘুরিয়ে পালাতে গিয়ে হাতি আটকানোর ইলেক্টিক ফেন্সিং এর তারের ওপরে পড়লেন বাইক আরোহী ৷ অল্প বিদ্যুতের তারে ওই ব্যাক্তির কোনো ক্ষতি হয় নি তেমন, তবে হাতি থেকে প্রাণে বাঁচতে গাড়ি ফেলে পালাতে হয়েছে তাঁকে ৷ তাতে কিছুটা ক্ষতি হয়েছে গাড়ির, চোট লেগেছে অল্প ৷  



বৃহস্পতিবার রাতে মেদিনীপুর শহরের উপকণ্ঠে বাগডুবির জঙ্গলে প্রবেশ করে দুটি হাতি। তবে অতীতে মেদিনীপুর শহরে হাতির প্রবেশ এবং সম্প্রতি খড়্গপুর শহরে হাতির প্রবেশের ঘটনা স্মরণ করেই সকাল থেকে নজরদারি রেখেছিল বনদপ্তর। সন্ধ্যাবেলা বাগডুবির জঙ্গল সংলগ্ন শালডাঙ্গা-গোপগড় ইকোপার্কের রাস্তার টহল দেন বন কর্মীরা। যাতে কোন রকমে হাতি রাস্তা পেরিয়ে গোপগড় ইকোপার্ক বা বৈশাখীপল্লীর দিকে না চলে যায়।



 দিন কয়েক আগে গোপগড় ইকোপার্কের পাশ দিয়েই দশটি হাতির একটি দল চলে গিয়েছিল খড়্গপুর শহরে। ফলে সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সজাগ ছিল বনদপ্তর। তারই মাঝে শুক্রবার সন্ধ্যায় জঙ্গল পথে যাতায়াতের সময় হাতির সামনে পড়ে যান এক বাইক আরোহী।



বনদপ্তর থেকে জানা গিয়েছে, মেদিনীপুর সদরের মুড়াকাটা থেকে কঙ্কাবতীর উদ্দেশ্যে বাইকে করে যাচ্ছিলেন এক আরোহী। হঠাৎ জঙ্গল রাস্তায় হাতি দেখতে পেয়ে বাইক নিয়ে পড়ে যান ইলেকট্রিক ফেন্সিং তারের ওপর। কোনরকমে গাড়ি ফেলে দৌড়ে অন্যত্র সরে পড়েন। খবর যায় বনদপ্তরে। বনকর্মীরা এসে বাইক সহ আরোহীকে উদ্ধার করেন। তবে বড়সড় কোন দুর্ঘটনা ঘটেনি।

বনদপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, বনকর্মীরা সর্বদা রাস্তায় টহল দিচ্ছেন যাতে শহরে হাতি প্রবেশ না করতে পারে। বাসিন্দাদেরও জানানো হয়েছে রাতের অন্ধকারে জঙ্গল পথ তারা যেন ব্যবহার না করেন।

Previous articleMedinipur : ভোট শেষ হতেই মেদিনীপুরে “গ্রীন সিটি মিশন”, কাজ শুরু হলো শুক্রবার থেকে
Next articleDengue : শীতের শুরুতে মেদিনীপুরে ফের মাথা চাড়া ডেঙ্গির, ঝাঁপালেন কর্মীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here