Home Medinipur Live Employment News : কর্মী নিয়োগের বড়ো বিজ্ঞপ্তি বিডিও অফিস থেকে, কর্মসংস্থানের বড়...

Employment News : কর্মী নিয়োগের বড়ো বিজ্ঞপ্তি বিডিও অফিস থেকে, কর্মসংস্থানের বড় সুযোগ কেশপুরে

130
0

কেশপুর: কেশপুরে ছটি পদে নিয়োগের বড় বিজ্ঞপ্তি প্রকাশ করল কেশপুর বিডিও অফিস। ইতিমধ্যেই সরকারিভাবে সেই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। কেশপুরের খাসবাড় সুসংহত সাঁওতালি মাধ্যমে স্কুলের ছটি শুন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিডিও অফিস। বিস্তারিতভাবে শুক্রবার সন্ধ্যায় জানিয়েছেন জয়েন বিডিও সৌমিক সিংহ।



জানানো হয়েছে, কেশপুরের ঝেঁতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খাসবাড় এলাকার সাঁওতালি মাধ্যমের ওই স্কুলে হোস্টেলের জন্য এই ছটি পদে নিয়োগ করা হচ্ছে। তবে সবটাই অবশ্য অস্থায়ী ভাবে নিয়োগ। শূন্য পদে রয়েছে-ছাত্রদের জন্য হোস্টেলে লাগবে-একজন সুপারিনটেনডেন্ট, একজন রাধুনী তথা কুক, একজন হেলপার।

বিডিও অফিসের বর্ননা অনুসারে বিস্তারিত বিবরণ নিম্নে দেওয়া হল:

* কর্মসূলের বিবরণ থাসবাড় সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুলের হোস্টেল, দলডিহি, পোস্ট- রাউতা, খানা- কেশপুর, জেলা পশ্চিম মেদিনীপুর।



শুন্য পদের বিবরণ:

ছাত্রদের জন্য হোস্টেল

১। সুপারিনটেনডেন্ট ১টি       ২) কুক ১টি        ৩। হেলপার ১টি

ছাত্রীদের জন্য হোস্টেল

১। সুপারিনটেনডেন্ট ১টি (কেবলমাত্র মহিলা প্রার্থী) ,     ২। কুক ১টি    ৩। হেলপার ১টি

* প্রারিশ্রমিক

১ ৷ সুপারিনটেনডেন্ট মাসিক ১০০০০.০০ টাকা,  ২ । কুক-মাসিক ৭০০০.০০ টাকা  ৩। হেলপার- মাসিক ৫০০০.০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা :- সুপারিনটেনডেন্টর ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। কুকের ক্ষেত্রে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। হেলপারের ক্ষেত্রেও অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে৷ প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। তবে আবেদনকারীদের বাসস্থান কেশপুর এক এলাকার মধ্যে হতে হবে।

নিযোগের পদ্ধতি। ১। সুপারিনটেনডেন্টর ক্ষেত্রে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিযোগ করা হবে। মোট নম্বর ৫০। বিভিন্ন বিষয়ের ওপর ১ নাম্বার করে ৩০টি মাল্টিপল চয়েস (নৈবিত্তিক) প্রশ্নের উত্তর দিতে হবে এবং ১০ নম্বরের একটি বাংলা ও ১০ নাম্বারের একটি ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হবে।

২। কুকের ক্ষেত্রে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বাংলা, অঙ্ক ও সাধারণ ভানের উপর ৫০ টি মাল্টিপদ চয়েস (নৈবিত্তিক) প্রশ্ন থাকবে।

৩। হেলপারের ক্ষেত্রে ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বাংলা, অঙ্ক ও সাধারণ জ্ঞানের উপর ৫০টি মাল্টিপল চয়েস (নৈবিত্তিক) প্রশ্ন থাকবে।

প্রার্থীদের বয়সের বিবরণ।

সাধারণ প্রার্থীদের বয়স ২৬ বৎসর থেকে ৪০ বৎসরের মধ্যে হতে হবে। অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়স ২৬ বৎসর থেকে ৪৩ বৎসরর মধ্যে হতে হবে। তপশিলি জাতি ও তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের বয়স ২১ বৎসর থেকে ৪৫ বৎসরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ বৎসর থেকে ৪৫ বৎসরের মধ্যে হতে হবে। (প্রতিবন্ধকতা ৪০% বা তার বেশি হতে হবে। সব ক্ষেত্রেই বয়সের হিসাব করা হবে ০১.১২.২০২৪ তারিখ ধরে। সুপারিনটেনডেন্টকে অবশ্যই ২৪ ঘন্টা হোস্টেলে থাকতে হবে।

 

সঠিকভাবে আবেদন পত্র পূরণ করা না হলে তা বাতিল বলে গণ্য হবে। আবেদন পত্রের সাথে যে সমস্ত নথি জমা দিতে হবে (সব পদের ক্ষেত্রেই)

১। বয়সের প্রমাণপত্র: কেবলমাত্র মাধ্যমিকের অ্যাডমিট জন্ম শংসাপত্র/ স্বীকৃত স্কুলের শংসাপত্রের প্রত্যয়িত নকল।

২। শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া মার্কশীটের প্রত্যায়িত নকল দিতে হবে ৷

৩। পরিচয়ের প্রমাণ স্বরূপ আধার কার্ডের বা ভোটার কার্ডের প্রতারিত নকল। (যেকোনো একটি) ৪) অন্যানা অনগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থীরা তপশিলি জাতি বা তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে জাতিগত শংসা পত্রের প্রত্যায়িত নকল।

৫। প্রতিবন্ধী প্রার্থীদের প্রতিবন্ধকতা সংক্রান্ত শংসাপত্রের প্রত্যয়িত নকল।

৬। পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি। (বিগত ছয় মাসের মধ্যে তোলা)

 তপশিলি উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

কেবলমাত্র সংযুক্ত নির্দিষ্ট নমুনা আবেদন পত্রেই আবেদন করতে হবে।




আবেদনপত্র পেতে পারেন কেশপুর ব্লক অফিসের পোর্টালে, সরাসরিও কেশপুর বিডিও অফিস থেকে সংগ্রহ করতে পারেন ৷ আবেদনপত্র জমা দেওয়া হবে ২৯/১১/২০২৪ তারিখ থেকে ০৯/১২/২০২৪ তারিখ বিকেল ৪টা পর্যন্ত। আবেদন পত্র একমাত কেশপুর বিডিও অফিসে নির্দিষ্ট কাউন্টারে জমা দেওয়া হবে (সরকারি কাজের দিনগুলিতে)। বৈধ আবেদনকারীদের অ্যাডমিট কার্ড ডাক বিভাগের মাধ্যমে আবেদনকারীর প্রদত্ত নির্দিষ্ট ঠিকানায় পৌছে দেওয়া হবে। অ্যডমিট কার্ড লিখিত পরীক্ষার স্থান, সমর ও দিন উল্লেখিত থাকবে।শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করা হবে। যদি একাধিক প্রার্থী একই নম্বর পান তবে বয়সের প্রবীনকে অগ্রাধিকার দেওয়া হবে।

Previous articleCutmoney: নিজের চেয়ারে বসে টাকা নিচ্ছেন পঞ্চায়েত প্রধান! দেখুন ভাইরাল ভিডিও
Next articleRoad accident : পথ দুর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির, বেহাল রাস্তাকেই দুষে ক্ষোভ গুড়গুড়িপালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here