At a Glance

Select Menu As your choice

June Maliah : ভোটের আগে দলবদলের খেলা মেদিনীপুর বিধানসভায়

spot_img
spot_imgspot_img
spot_img
- Advertisement -

মেদিনীপুর: বুধবার মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন। তার আগে ঘন্টায় ঘন্টায় দলবদলের খেলা। দুপুরে বিজেপিতে যোগ দিলে সন্ধ্যায় আবার তৃণমূলে যোগ দিয়ে বার্তা দিচ্ছেন তিনি তৃণমূলেই আছেন। কেউ আবার সিপিএম থেকে বিজেপিতে গিয়েছিল। ভোটের সময় দলবদল করে তৃণমূলে যোগ দিলেন।



শনিবার বিজেপি প্রার্থী শুভজিৎ রায়ের সমর্থনে শালবনীর দেউলকুন্ডা এলাকায় মিছিল করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ওই এলাকার শ্যামলি সিং সহ কয়েকজন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। তার ২৪ ঘন্টা পেরোনোর আগেই ফের তৃণমূলে যোগ দিলেন। তৃণমূলের পথসভায় উপস্থিত হয়ে তিনি বলেন, “আমি মাঠে কাজ করতে গিয়েছিলাম। ফেরার সময় দিলীপ ঘোষের মিছিল দেখে দাঁড়িয়ে পড়ি রাস্তার পাশে। সেই সময় বিজেপির লোকজন তাকে ডেকে বিজেপির পতাকা হাতে ধরিয়ে ঘোষণা করেন তিনি বিজেপিতে যোগদান করেছেন। আমি এবং আমার পরিবার তৃণমূলেই আছে, তৃণমূলেই থাকবে।”


শালবনী ব্লক তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির চক্রান্ত বারবার ভেস্তে যাচ্ছে। এর আগে বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী গড়মাল গ্রামে একই ঘটনা ঘটিয়েছিল। পরে সেই ব্যক্তি তৃণমূলেই আছেন বলে জানান। অন্যদিকে মেদিনীপুর সদরের গুড়গুড়িপালে তৃণমূলে যোগ দেন গোবিন্দ মুনিয়ান নামে এক বিজেপি কর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোবিন্দ আগে সিপিএম করত। রাজ্যে পালাবদলের পর বিজেপির উত্থান দেখে বিজেপিতে যোগ দেয়। এবার বিধানসভা উপনির্বাচনে রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেয়।




রবিবার শালবনীর সীতানাথপুরে সুজয় হাজরার সমর্থনে পথসভা করে তৃণমূল। উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া, শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, যুবনেতা সন্দীপ সিংহ, ব্লক সভাপতি জ্যোতিপ প্রসাদ মাহাত সহ অন্যান্য নেতৃত্ব। ওই পথসভায় বিজেপির পঞ্চায়েত সদস্য দীপক হাঁসদা, ব্লক কমিটির সদস্য সুভাষ সাঁতরা তৃণমূল যোগদান করে বলে দাবি তৃণমূল নেতৃত্বের

spot_img
spot_img

Latest

Congress : “১৫ হাজার ৫৫০ ভোটে জিতছি মেদিনীপুরে”-বললেন কংগ্রেস প্রার্থী,জল্পনা

মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে দাবি...

Election : মেদিনীপুরে পোলিং এজেন্টকে হেনস্থার অভিযোগ, জওয়ানদের সঙ্গে বচসায় তৃণমূল প্রার্থী

মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বচসায়...

Vote : ভোট দিতে এলেই মিলছে প্যাকেট ভর্তি চানাচুর মুড়ি, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

গুড়িগুড়িপাল : ভোট দিলেই তৃণমূলের তরফে মিলছে প্যাকেট ভর্তি...

Newsletter

spot_img

Congress : “১৫ হাজার ৫৫০ ভোটে জিতছি মেদিনীপুরে”-বললেন কংগ্রেস প্রার্থী,জল্পনা

মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে দাবি করেছেন অনেকে, অনেকে বলেছেন ভোট একতরফা তৃণমূলের দিকে গিয়েছে ৷ অনেকেই বলছেন ভোটেররা অনেকেই ভোট...

Election : মেদিনীপুরে পোলিং এজেন্টকে হেনস্থার অভিযোগ, জওয়ানদের সঙ্গে বচসায় তৃণমূল প্রার্থী

মেদিনীপুর: মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বচসায় জড়ালেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে। একসময় উত্তপ্ত হয়ে উঠেন তিনি। ঘটনাটি মেদিনীপুর শহরের ২১ নম্বর...

Election : জঙ্গল পথে ঠাঁই দাঁড় করিয়ে রেখে দিলেন বনকর্মীদের! ভোট কেন্দ্রে অন্য পথ ধরলেন ভোটাররা

চাঁদড়া :  খড়্গপুর শহরে প্রবেশ করে যাচ্ছে হাতির দল। ফলে জঙ্গলপথ কতটা নিরাপদ তা নিয়ে আশঙ্কা রয়েছে। যখন তখন জঙ্গল ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়ে...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

You cannot copy content of this page