Home Blog BALESWAR ACCIDENT: বাড়ছে মৃতদেহের ভিড়,বিকল হয়ে যাওয়া ইলেকট্রিক চুল্লি মেরামত শুরু...

BALESWAR ACCIDENT: বাড়ছে মৃতদেহের ভিড়,বিকল হয়ে যাওয়া ইলেকট্রিক চুল্লি মেরামত শুরু মেদিনীপুরে, বালেশ্বর থেকে ১৭০ টি পরিচয়হীন দেহ সরল ভুবনেশ্বরে

37
0

 

মেদিনীপুর: ওড়িশা রাজ্যের
প্রতিবেশী পশ্চিমবঙ্গের সবথেকে সামনের জেলা পশ্চিম মেদিনীপুর। স্বাভাবিকভাবে রাজ্য
সরকারের পক্ষ থেকে প্রশাসনিক সহযোগিতার দায়িত্ব এই জেলাতে। রবিবার জেলা প্রশাসনের
পক্ষ থেকে জানানো হয়েছে-“পশ্চিম মেদিনীপুরে এখনো পর্যন্ত ১২৪ জন আহতকে আনা
হয়েছে
,
মৃতদেহ এসেছে ২৫ টি, তবে পরিচয়হীন ১৭০ টি দেহ
বালেশ্বর থেকে সরানো হয়েছে ভুবনেশ্বরের পাঁচটি হাসপাতালে। পরিচয় উদ্ধারে প্রকাশ
করা হচ্ছে ছবি।”

 

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর
পশ্চিম মেদিনীপুরে
খোলা হয়েছে কন্ট্রোল রুম।রবিবার দুপুরে
সেই কন্ট্রোল রুমে বৈঠক করেন জেলাশাসক খুরশেদ আলী কাদরী
, পুলিশ
সুপার ধৃতিমান সরকার
, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক
ডাক্তার সৌম্যশংকর সারেঙ্গী
, ছিলেন অতিরিক্ত জেলাশাসক সহ আর কয়েকজন।

জেলাশাসক এদি
জানান- “বালেশ্বরে এই দুর্ঘটনার পর আমাদের জেলা থেকে ১১৬ টি অ্যাম্বুলেন্স
পাঠানো হয়েছে। ২৪টি বাস যাত্রীদের উদ্ধার করে আনার জন্য পাঠানো হয়েছে। ২৫টি মিনি
ট্রাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে জেলার ওড়িশা সীমান্তে সোনাকোনিয়াতে একটি ক্যাম্প
করে যাত্রীদের উদ্ধার করে চিকিৎসা চলছে। রবিবার দুপুর পর্যন্ত মোট ১২৪ জন আহত
জেলার বিভিন্ন হাসপাতালে এসেছে। চিকিৎসার পর ১৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ২৫ টি
মৃতদেহ এসেছে ময়নাতদন্তের জন্য। এই রাজ্যের বিভিন্ন জেলার তারা। তবে পশ্চিম
মেদিনীপুরের তিনজন মারা গিয়েছে বলে জানা গেছে। পরিবারের লোকেরা দেহ নিয়ে
গিয়েছে। কন্ট্রোল রুম খুলে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

পুলিশ সুপার ধৃতিমান সরকার
বলেন-” বালেশ্বর এলাকাতে এখনো পর্যন্ত বিভিন্ন স্থানের মোট ১৭০ টি পরিচয়হীন
দেহ রয়েছে। তাদের দেহগুলি সরিয়ে ভুবনেশ্বরের পাঁচটি হাসপাতালে রাখা হয়েছে।
ওয়েবসাইটের মাধ্যমে যাবতীয় ছবি তথ্য প্রকাশ করা হবে। পশ্চিম মেদিনীপুর থেকেও
নিখোঁজ রয়েছে তিনজন। তবে তারা কোন ট্রেনে চেপেছিল
, আদৌ চেপেছিল কিনা
সেগুলি পরিষ্কার নয়৷”

 

অন্যদিকে জ্ঞানেশ্বরী কান্ডের মতো পরিচয়হীন দেহের ভিড় হতে পারে, বা শবদাহ করার চাপ
হতে পারে
, এমন সম্ভাবনা থেকে মেদিনীপুর শহরের প্রান্তে থাকা
বিকল হয়ে যাওয়া ইলেকট্রিক চুল্লি মেরামতের কাজ শুরু হয়েছে রবিবার সকাল থেকে।
মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানান-” মৃতদেহর ভিড় বাড়ছে মর্গে।
পরিস্থিতি মাথায় রেখে সম্প্রতি বিকল হয়ে গিয়েছিল যে ইলেকট্রিক চুল্লি সেটিকে
মেরামতের কাজ শুরু করা হচ্ছে।
জ্ঞানেশ্বরী কান্ডে শবদাহ করার চাপ তৈরী হয়েছিল

তবে রবিবার মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে
আহতদের সঙ্গে দেখা করেন বিধায়িকা জুন মালিয়া,সাংসদ শান্তনু সেন প্রমুখেরা ৷ 

#TMC2023 #Medinipur #Baleswar #trainaccidents #TrainAccidentInOdisha #trains #Kharagpur #kharagpurrail #RailAccident #PaschimMedinipur #midnapur #মেদিনীপুর #ট্রেনএক্সিডেন্ট #বালেশ্বর


Previous articleAbhishek Banerjee: অভিষেকের গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে দলের নেতার বিরুদ্ধে অভিযোগ করতে গিয়েছিলেন,স্পটেই বহিষ্কার করলেন অভিষেক, পদ গেল মেদিনীপুরে আরও একজনের
Next articleBaleswar accident : “আমি মরে যাইনি,আমাকে জল দিন,বাঁচান”-লাশের সারি থেকে উদ্ধারকারীর পা ধরে কাতর অনুরোধ রবিনের, হতবাক উদ্ধারকারীরা দ্রুত রক্ষা করলেন তাঁকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here