Home Blog Avisekh Banerjee: কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে প্রধানমন্ত্রীকে জবকার্ডধারীরা চিঠি পাঠানো শুরু করল অভিষেক...

Avisekh Banerjee: কেন্দ্রের বঞ্চনা ইস্যুতে প্রধানমন্ত্রীকে জবকার্ডধারীরা চিঠি পাঠানো শুরু করল অভিষেক ব্যানার্জীর পরামর্শে, নেতৃত্বে তৃণমূল

38
0

 

নারায়নগড়ঃ অভিষেক ব্যানার্জী
একদিন আগেই একটি সমাবেশ থেকে জানিয়েছিলেন কেন্দ্রের বঞ্চানার প্রতিবাদে কাজ করে
টাকা না পাওয়া জবকার্ড হোল্ডাররা চিঠি পাঠাবে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৷ সেই মতো
রবিবারই চিঠি পাঠানো শুরু করেদিলেন নারায়নগড়ের শতাধিক জবকার্ড হোল্ডার৷ নেতৃত্বে
স্থানীয় তৃণমূল৷

রবিবার নারায়ণগড় ব্লকের
বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের খালিনাতে জব কারধারী ১০০ দিনের কাজের মজুরি প্রাপকরা
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি লিখে পাঠানো শুরু করেছেন রবিবার দুপুরে৷ নিজেদের
দাবি উল্লেখ করে চিঠি লিখে খামে ভরে জমা করছেন তৃণমূলের নেতারা ৷ অভিষেক
বন্দ্যোপাধ্যায় বলেছিলেন- কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে এককোটি চিঠি পাঠাবেন
দিল্লিতে। আর এই বার্তার পর নারায়ণগড় ব্লকের বাখরাবাদ তেরো নম্বর গ্রাম
পঞ্চায়েতের খালিনা বুথে তৃণমূল কর্মী সমর্থকরা ১০০দিনের জব কার্ড হোল্ডারদের
নিয়ে বিক্ষোভ মিছিল করেন৷ তারপর একে একে চিঠি লিখেন এবং সেই চিঠি খামের মধ্যে
ভর্তি করে দেন।

 এই কর্মসূচি সারাদিন নারায়ণগড় ব্লক জুড়ে করা
হয়েছে ৷ খালিনার তৃণমূল নেতা তথা এস সি সেলের সভাপতি সুশান্ত ধল বলেন
–“আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন৷আর সেই ঘোষণা মতো আজকে
আমরা যারা জব কার্ড হোল্ডার
, যারা ১০০ দিনের কাজ করেছেন,
সমস্ত দল কে আহবান করছি, তারা আমাদের এখানে
এসে চিঠি লিখে কেন্দ্রের কাছে পাঠানোর জন্য দিয়েছেন ৷ আমরা তা জমা করছি ৷ পাঠানো
হবে ৷

বিজেপির জেলা সহ সভাপতি অরুপ দাস
বলেন-

এই সব নাটক করে কোনো লাভ হবেনা ৷ কেন্দ্র টাকা দিতে প্রস্তুত সর্বদা
৷ কিন্তু ওনারা যে টাকা নিয়েছেন সেটারই হিসেব দিতে পারেন নি ৷সেই কেচ্ছা ঢাকতেই এই
সব নাটক ৷ পুরনো টাকার হিসেব দিলেই নতুন করে পাবেন ৷



Previous articlecracker explossion: নারায়ণগড়ে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরন,গুরুতর আহত দুই ব্যক্তি, চাঞ্চল্য এলাকায়
Next articleChild death: শিশুকে মৃত বলে ডেথ সার্টিফিকেট ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের,সমাধি দিতে গিয়ে বেঁচে উঠলো শিশু,পরে মৃত্যু, বিক্ষোভ হাসপাতালে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here