Home Ghatal Live Ghatal master plan: মাস্টার প্ল্যানে বরাদ্দ ঘোষণা হতেই উচ্ছ্বাসের মিছিল ঘাটালে,দেব বললেন...

Ghatal master plan: মাস্টার প্ল্যানে বরাদ্দ ঘোষণা হতেই উচ্ছ্বাসের মিছিল ঘাটালে,দেব বললেন “স্বপ্ন পুরন হচ্ছে”

67
0

ঘাটাল: ঘাটাল মাস্টারপ্ল্যান এর জন্য ৫০০ কোটি টাকা বাজেটে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তারপরেই ঘাটালে শাসকদলের পক্ষ থেকে উচ্ছ্বাসের মিছিল বের করা হলো সন্ধ্যার সময় ঘাটালের রাস্তায়। ঘাটাল জুড়ে রাস্তায় মিষ্টি বিলি করা হবে বলেও জানালেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত। তার দাবি-“জন্ম জন্মান্তরের যে প্লাবিত এলাকার তকমা আমাদের ছিল এবার সেটা মুছতে চলেছে, দেখো ক্ষমতা হাওয়াই চটি-র,ঘাটাল মাস্টারপ্ল্যানে বরাদ্দ ৫০০ কোটির”। বাজেট বরাদ্দ ঘোষনার পরেই ঘাটালের সাংসদ দেব বললেন- “ অনেকেই বন্যা নিয়ন্ত্রনের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তা রুপায়ন হতে না দেখেই মারাও গিয়েছেন ৷ আজ তা বাস্তবায়িত হতে চলেছে ৷ টেন্ডার হয়ে গিয়েছে অনেকগুলি কাজের৷ ”

ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যেই ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু হয়ে গিয়েছে ঘাটাল মহকুমাতে। কোথায় কোন জমির উপর দিয়ে সেই প্ল্যানের জন্য নদীর খনন কাজ শুরু হবে তার পরিকল্পনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। পরিকল্পনা দু বছরের মধ্যেই সম্পন্ন করতে টার্গেট করে কাজেও নেমে পড়েছেন সেচ দফতরের আধিকারিকরা ৷ প্রায় দেড় হাজার কোটি টাকা খরচ হবে এই কাজ দুবছরের মধ্যে সম্পন্ন করতে। সেই কাজ শুরুর মাঝেই রাজ্যের বাজেটে বুধবার ঘোষণা করা হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ হলো। মুখ্যমন্ত্রী জানিয়েছেন-” বন্যা প্লাবিত ঘাটাল কে বন্যা থেকে মুক্ত করতে এই উদ্যোগ শুরু হলো। ৫০০ কোটি বরাদ্দ হচ্ছে ৷ তবে ইতি মধ্যেই সাড়ে তিনশো কোটি খরচ হয়েও গিয়েছে ৷ “

অন্যদিকে ঘাটাল মাস্টারপ্ল্যান এর জন্য এই বরাদ্দ হতেই ঘাটাল শহরের সন্ধে নাগাদ শাসক দল তৃণমূলের উচ্ছ্বাসের মিছিল বের হয়। কয়েকশো মানুষকে নিয়ে ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি আশীষ হুদাইত বের হন মিছিল নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিয়ে ঘাটাল শহর সংলগ্ন এলাকা পরিক্রমা করেন। আশিস বাবু জানান-” জন্ম জন্মান্তরের একটা প্লাবিত এলাকার তকমা ছিল আমাদের ঘাটালে। সেটা মুছতে চলেছে। এত বড় প্রকল্প এর আগে ঘাটালে কখনো হয়নি। এজন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। ঘাটাল সহ রাজ্যের মানুষ দেখুক মুখ্যমন্ত্রীর কথা ও কাজের সাথে সত্যিই মিল রয়েছে কিনা।” কবিতার সঙ্গে তাল মিলিয়ে আশিস হুদাইত বলেন- ” দেখো ক্ষমতা হাওয়াই চটির, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ ৫০০ কোটির।” ঘাটাল শহরের বিভিন্ন এলাকায় এই বরাদ্দের খুশিতে পথচারীদের মিষ্টি বিলি করা হবে বলে জানিয়েছেন আশীষ বাবু।

YouTube player

বন্যা হলেই ঘাটালের অন্যান্য স্থানের পুরো ঘাটাল শহর এলাকাও ডুবে যায়। স্থানীয় বাসিন্দারা বলেন-” বর্ষা এলেই আমাদের ডুবে যেতে হয়। এই বরাদ্দ আমাদের অনেকটাই উপকার করবে বলে আমরা মনে করি। এবার অন্তত আসা জাগল যে কিছুটা বন্যার হাত থেকে হয়তো মুক্তি পাবো। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমরা।” তবে এই বরাদ্দ নিয়েও কটাক্ষের শেষ নেই ৷ বিজেপির ঘাটালের বিধায়ক শীতল কপাট বলেন- “ এই ৫০০ কোটি টাকাতে কখনও ঘাটাল মাস্টার প্ল্যান হতে পারেনা ৷ এটা আর্থিক তছরুপের প্ল্যান তা নিশ্চিত ভাবে বলা যায় ৷কেন্দ্রের সাহায্য ছাড়া কখনও ঘাটাল মাস্টার প্ল্যান রুপায়ন সম্ভব নয় ৷ মমতা বন্দোপাধ্যায় মানুষকে ভুল বোঝাচ্ছেন ৷  ”

Previous articleMysterious fire: হঠাত্ হঠাত ভূতের আগুন, উপদ্রবে নাজেহাল মেদিনীপুরের বাসিন্দারা, পথ খুঁজতে হাজির আধিকারিকরা
Next articleSand smuggling: নকল সিও নিয়ে বালি পাচার, গ্রেপ্তার চার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here