Home Medinipur Live cyclone : কেশপুরে পাকা বাড়ির উপর ভেঙে পড়লো পুরোনো মাটির বাড়ি,অন্য একটি...

cyclone : কেশপুরে পাকা বাড়ির উপর ভেঙে পড়লো পুরোনো মাটির বাড়ি,অন্য একটি বাড়ি ভেঙে আহত আরও এক

81
0

কেশপুর: দুদিনের বর্ষণের মধ্যেই শুক্রবার বেলা ১১ টা নাগাদ কেশপুরে হঠাৎ হড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো একটি মাটির বাড়ি। পুরনো মাটির বাড়িটির পাশে থাকা একটি দোতলা পাকার বাড়ির উপর হঠাৎ সজোরে ভেঙে পড়ে মাটির বাড়িতে। এতে পাকার বাড়ির দেওয়াল ভেঙে পড়ে ভেতরের দিকে। একইভাবে বৃহস্পতিবার দুপুরেও পুরনো একটি মাটির বাড়ি চাপা পড়ে করোঙ্গাপোতা গ্রামে আহত হয়েছেন বাচ্চু ঘোষ নামে এক ব্যক্তি।

করঙ্গাপোতার আহত ব্যাক্তি

কেশপুরে পরপর দু’দিনে দুটি মাটির বাড়ি ভেঙে পড়ার ঘটনা। বৃহস্পতিবার দুপুরে ঘটেছে করঙ্গাপোতা গ্রামে। গ্রামের বাসিন্দা বাচ্চু ঘোষ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। মাটির বাড়িটি ভেঙে ফেলার চেষ্টা হচ্ছিল বৃহস্পতিবার দুপুরে। ওই সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাচ্চু ঘোষের উপর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কটকে চিকিৎসার জন্য নিয়ে যায় পরিবারের লোকেরা।



অন্যদিকে শুক্রবার বেলা ১১ টা নাগাদ কেশপুরের ধন্যাগেড়া গ্রামে হঠাৎ পুরনো একটি মাটির বাড়ি ভেঙে পড়ে পাশের পাকা বাড়ির দেওয়ালের ওপর। পুরনো মাটির বাড়ি কি পরিত্যক্ত অবস্থায় ছিল। সৌভাগ্যবশত ওই বাড়ির পাশাপাশি বা পাকার বাড়ির দেয়াল সংলগ্ন এলাকায় কেউ না থাকায় ওই মুহূর্তে কোন প্রাণহানি বা কোন মানুষের ক্ষতি হয়নি। তবে এই ঘটনায় পুরনো মাটির বাড়ির মালিকের ওপর ক্ষোভ তৈরি হয়েছিল প্রাথমিকভাবে স্থানীয়দের।


পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ৪২০ টি বাড়ি গত দুদিনে আংসিক বা পুরোপুরি ক্ষতি হয়েছে বলে দুপুরেই জানিয়েছে প্রশাসন ৷ সেই স্থানগুলিতে ব্যাবস্থাও নেওয়া হয়েছে ৷ বহু মানুষকে এমন স্থান গুলি থেকে সরিয়ে দেওয়া হয়েছে দুদিন আগেই ৷ তবে বর্ষ বাড়লে এম ক্ষতি বাড়বে বলে মনে করছেন প্রশাসনের কর্তারাও ৷

Previous articleDana cyclone : দানা-র প্রভাব শুরু জেলাতে, ২৬ টি স্থানে বিদ্যুৎ খুঁটি পড়ল রাস্তায়, বাড়ি ক্ষতিগ্রস্ত হলো ৪২০ টি
Next articleNabanna: কৃষকদের জন্য সুখবর! সম্ভাব্য ক্ষতির কথা ভেবে শস্য বীমার সময়সীমা ঘোষণা হলো নতুন করে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here