Home Kharagpur Live Ambulance accident : ফের ওড়িষ্যার পথে এম্বুলেন্স দুর্ঘটনা, রোগী নিয়ে খাদে এম্বুলেন্স

Ambulance accident : ফের ওড়িষ্যার পথে এম্বুলেন্স দুর্ঘটনা, রোগী নিয়ে খাদে এম্বুলেন্স

65
0

Narayangarh : ফের উড়িষ্যার পথে রোগীর অ্যাম্বুলেন্স দুর্ঘটনা, গভীর রাতে  অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা আহতদের উদ্ধার করলেন স্থানীয়রা। গত এক মাসে এই নিয়ে তিনটি অ্যাম্বুলেন্স দুর্ঘটনা ঘটলো উড়িষ্যার এমস এর পথে।গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশা থেকে চিকিৎসা করিয়ে ফেরার পথে। এই দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সঙ্গে থাকা আরো তিনজনকেও অল্প চোট লেগেছে। ঘটনাটি ঘটেছে, খড়গপুর বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের নারায়ণগড় থানার  ডহরপুর এলাকায়।



জানা গিয়েছে “গত রাত্রী দুটা কুড়ি মিনিট নাগাদ ওড়িশা থেকে রোগী নিয়ে মেদিনীপুরের দিকে ফিরছিল একটি পরিবার। তারা শালবনির পিড়াকাটাতে ফিরছিলেন। ভেতরে চারজন ছিলেন রোগীর পরিবারের। ওড়িশার হাসপাতালের চিকিৎসার পর ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে তারা ফিরছিলেন গভীর রাতেই। ফেরার সময় হঠাৎ রাতে জাতীয় সড়কের ওপর পেছন থেকে কোন এক অজানা গাড়ি হঠাৎ সজোরে ধাক্কা মারে। তাতেই ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অ্যাম্বুলেন্সটি। জাতীয় সড়ক থেকে একেবারে নেমে গিয়ে  জাতীয় সড়কের ধারে থাকা একটি গাছ ভেঙে উল্টে যায় নিচে। দুর্ঘটনায় গুরুতর আহত হন অ্যাম্বুলেন্স এর মধ্যে থাকা একজন, বাকি অন্যান্যরাও অল্প আহত হন।



 খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নারায়ণগড় থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। স্থানীয়  পেট্রোল পাম্পে কাজ করা কর্মীদের সহযোগিতায় আহত ওই ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়  মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে।সেখানে প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হলেও একজনকে ভর্তি রাখতে হয়েছে।




স্থানীয় প্রত্যক্ষদর্শী পেট্রোল পাম্পে কর্মরত কর্মীরা জানান “রাতে পাম্পে থাকা কালীন হঠাৎ করে একটা বিকট আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি  একটি অ্যাম্বুলেন্স দু পাল্টি খেয়ে রাস্তার ধারে পড়ে রয়েছে। এরপর পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায়  তাদের উদ্ধার করা হয়”।

রোগীদের হাসপাতালে পাঠানোর পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্থ  অ্যাম্বুলেন্সটিকে উদ্ধার করে নারায়ণগড় থানার পুলিশ। প্রসঙ্গত, গত তিন সপ্তাহে এই নিয়ে পশ্চিম মেদিনীপুর থেকে উড়িষ্যার এমসে চিকিৎসা করতে যাওয়ার পথে তিনবার অ্যাম্বুলেন্স দুর্ঘটনা ঘটলো। প্রথম দুর্ঘটনায় মেদিনীপুর শহরের বাসিন্দা দুজনের মৃত্যু হয়েছিল । পরের দুর্ঘটনায় দাঁতন থানার বামনপুকুর এলাকায় অ্যাম্বুলেন্স চালকেরই মৃত্যু হয়েছিল তিন দিন আগে। চন্দ্রকোনা থেকে রোগী নিয়ে ওড়িশা যাওয়ার পথে কন্টেইনারের পিছনে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে পড়েছিল একটি রোগী বোঝাই অ্যাম্বুলেন্স। সেই ঘটনা ঘটার কয়েকদিনের মধ্যেই  ফের জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়লো  আবার একটি রোগী বোঝাই অ্যাম্বুলেন্স। কয়েকদিনের পরপর তিনটি অ্যাম্বুলেন্স জাতীয় সড়কের উপর দুর্ঘটনার কবলে পড়ায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Previous articleMohonpur bridge : “সব লরি মোহনপুর ব্রীজে না যেতে দিলে,কোনো গাড়িকেই যেতে দেবোনা”, দাবি করে জাতীয়সড়ক অবরোধে দীর্ঘ যানজট মোহনপুর ব্রীজে
Next articleICDS Centre : শীতের সকালে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে কাঁপছিল শীতবস্ত্রহীন দুই শিশু, দোকান খুলিয়ে পোশাক কিনে এনে পরালেন মহকুমা শাসক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here