Home Blog Adino virus : জেলায় পঞ্চাশের বেশি সন্দেহজনক শিশু ভর্তি হাসপাতালে,এডিনো পরিস্থিতি পরিদর্শনে...

Adino virus : জেলায় পঞ্চাশের বেশি সন্দেহজনক শিশু ভর্তি হাসপাতালে,এডিনো পরিস্থিতি পরিদর্শনে বিধায়ক জুন মালিয়া

29
0

 

মেদিনীপুর: এডিনো ভাইরাসের সংক্রমণে পশ্চিম
মেদিনীপুর জেলায় ইতিমধ্যে এক কিশোরীর মৃত্যু হয়েছে। জেলা জুড়ে ৫০ জনের বেশি
বিভিন্ন বয়সের শিশু ভর্তি বিভিন্ন হাসপাতালে। যাদের নমুনা পরীক্ষা করতে দেওয়া
হয়েছে। বিশেষ এই মুহূর্তে চিকিৎসা পরিকাঠামো সক্রিয় রয়েছে কিনা দেখতে মেদিনীপুর
মেডিকেলের শিশু বিভাগ ঘুরে দেখলেন বিধায়ক জুন মালিয়া।

শনিবার দুপুরে মেদিনীপুর মেডিকেল কলেজ
হাসপাতালে মাতৃমা বিভাগে প্রবেশ করেন তিনি। হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউত
, মেদিনীপুর মেডিকেলের অধ্যক্ষা মৌসুমী
নন্দী
, পৌরপ্রধান সৌমেন খান, সহ শিশু
বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে নিয়ে মাতৃমা বিভাগে ভর্তি থাকা বিভিন্ন শিশুদের অবস্থা
দেখেন। কথা বলেছেন ভর্তি থাকা শিশুদের পরিবারের লোকজনের সঙ্গে।

এরপরে বৈঠক করেন হাসপাতালে চিকিৎসক ও
হাসপাতাল সুপারদের সঙ্গে। পরে সেখান থেকে সোজা চলে যান জেলা শাসকের দপ্তরে। এই
প্রসঙ্গ নিয়ে জেলাশাসক খোরশেদ আলী কাদরীর সঙ্গে বৈঠক করেছেন
তিনি এডিনো পরিস্থিতি বেগতিক হলে
তার জন্য প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে৷  


জুন মালিয়া বলেন-” পরিস্থিতি কতখানি
নিয়ন্ত্রণে রয়েছে
, চিকিৎসা
পরিকাঠামো সবটাই ঠিক রয়েছে কিনা তা দেখতেই হাসপাতালে এসেছিলাম। সবটাই সন্তোষজনক।
সমস্ত পরিস্থিতি যাতে মোকাবেলার জন্য আমরা তৈরি থাকি সেই লক্ষ্যে জেলা শাসকের
সঙ্গে বৈঠক করছি।”



Previous articleElephant terror: মুখ্যমন্ত্রী নির্দেশ,জঙ্গল রাস্তায় হুটার বাজিয়ে ছুটল মাধ্যমিক পরীক্ষার্থীদের এসকট গাড়ি
Next articleForest Fire: মেদিনীপুর সদরের জঙ্গলে ভয়াবহ আগুন, অল্পে রক্ষা পেল গ্যাসের গোডাউন, ছুটল দমকল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here