Home Medinipur Live Byelection : পঞ্জিকা মেনে বিজেপির মনোনয়ন হয়েছে ৩ টা ৪৬ মিনিটে, তৃণমূল...

Byelection : পঞ্জিকা মেনে বিজেপির মনোনয়ন হয়েছে ৩ টা ৪৬ মিনিটে, তৃণমূল প্রার্থীর হচ্ছে দুপুর ১ টা থেকে ২ টা,সহায় “লাকি পঞ্জিকা”৷

54
0

মেদিনীপুর: ইতিমধ্যেই মেদিনীপুর বিধানসভা ও নির্বাচনের জন্য বিজেপি তৃণমূল কংগ্রেস ও সিপিআই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বিজেপি সর্বাগ্রে নাম ঘোষণা করে প্রচার এগিয়ে মনোনয়ন জমা সম্পন্ন করেছে বুধবার দুপুরে। পঞ্জিকা মেনে নির্দিষ্ট টাইমে দুপুর ৩ টা ৪৬ মিনিটে মনোনয়ন সই করে জমা করেছেন বিজেপি প্রার্থী। ওই টাইমটাই নাকি প্রার্থীর জন্য লাকি। তৃণমূল প্রার্থীও পঞ্জিকা মেনে নিজের লাকি টাইম বের করে নিয়েছেন। তৃণমূল প্রার্থী সুজয় হাজরা বৃহস্পতিবার পঞ্জিকা মেনে সময় দেখে মনোনয়ন সই করে জমা করবেন দুপুর ১ টা থেকে ২ টোর মধ্যে।



আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে মেঘ কালো হওয়া শুরু করে দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। জেলার বিভিন্ন ব্লকে প্রবল বর্ষণ হয়েছে বুধবার বিকেলের পর। মেদিনীপুর শহর তল্লাটে সেভাবে বৃষ্টি হয়নি। কিন্তু রাত থেকেই সম্ভাবনা রয়েছে। ফলে বৃহস্পতিবার দিনের বেলা বর্ষণ বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এমন আবহাওয়া মাথায় রেখেই নিজেদের মনোনয়ন সম্পন্ন করতে চলেছে মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী সুজয় হাজরা। বুধবার রাতে সুজয় হাজরা দলীয় কার্যালয়ে প্রচার শেষে জানান-” প্রায় দশ হাজার মানুষের উপস্থিতি হবে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে। চারটি অঞ্চল থেকে আসছে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র। খুব প্রতিকূল আবহাওয়া হলেও হাজার পাঁচেক মানুষ নিয়ে মনোনয়ন সম্পন্ন হবে।”


বুধবার রাতেও, সুজয় হাজরার অনুগামী ও তৃণমূলের নেতাকর্মীদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে মনোনয়নের জন্য প্রস্তুতি নিতে দেখা গিয়েছে। উপদেশ দেওয়ার জন্য দলীয় কার্যালয় সন্ধ্যা থেকেই হাজির ছিলেন বিধায়ক দিনেন রায় সহ দলের আইনজীবী নেতৃত্বরা। ছিলেন মহিলা নেত্রী মৌ রায় ও অন্যান্যরাও।



সুজয় হাজরা জানিয়েছেন-” মানুষ কোথায় ভোট দেবে তা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। মানুষ নিজেদের শান্তি ও উন্নতি যেখানে পেয়েছেন ভোট নিশ্চিন্তে সেখানেই দিচ্ছেন। দুদিনের প্রচারে আমরা তা নিশ্চিন্ত হয়ে গিয়েছি। আমাদের জেতা সময়ের অপেক্ষা।”

Previous articleMedinipur : “গত তিনবার জেতার মতো পরিস্থিতি ছিলনা, চতুর্থবারে নিশ্চিত জিতছি”-পঞ্জিকা মেনে মনোনয়ন দিয়ে দাবি বিজেপি প্রার্থীর
Next articleDANA cyclone : ঘূর্ণিঝড় দানা পৌঁছানোর আগেই জেলাতে ১৫০০০ মানুষ উদ্ধার, প্রসূতি উদ্ধার ৪৯২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here