Home Blog Accident: মধ্যরাতে মর্মান্তিক দুর্ঘটনা! দ্রুত গতিতে মার্সিডিজ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক...

Accident: মধ্যরাতে মর্মান্তিক দুর্ঘটনা! দ্রুত গতিতে মার্সিডিজ গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কর্মী সহ তিনজনের, আহত ৩। ঘাটালেও বেপরোয়া লরি পিষে দিলো পাঁচজনকে

18
0

 

খড়গপুর: মধ্য রাতে দিঘা-খড়্গপুর
ওড়িশা ট্রাঙ্ক রোডে নিয়ন্ত্রণহীন গাড়ির যাত্রা প্রাণ কাড়ল এক পুলিশ আধিকারিক-সহ দু
জনের।
শুক্রবার রাত ১ টা নাগাদ খড়্গপুর গ্রামীণের বেনাপুর রেলগেটের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনায়
আরও ৪জন জখম হয়েছেন। এদিন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খড়্গপুর গ্রামীণ থানার
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রামানন্দ দে(৪৫) নামে ওই পুলিশ আধিকারিকের। তাঁর
বাড়ি বাঁকুড়ার তালডাংড়ায়। এছাড়াও দুর্ঘটনায় প্রাণ গিয়েছে শেখ জাহাঙ্গীর খান(৩৫)
নামে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির এক সওয়ারির।
পরে হাসপাতালে মৃত্যু
হয়েছে আরও একজনের ৷ পেশায় ডেকোরেটর ব্যবসায়ী জাহাঙ্গীর খড়্গপুর শহরের পাঁচবেড়িয়ার
বাসিন্দা। জাহাঙ্গীরের সঙ্গী ওই গাড়ির সওয়ারি ইন্দার অভিষেক শ্রীবাস্তব
, সুজিত রায়, ঝাপেটাপুরের প্রদীপ দাস ও পুরাতন বাজারের
চন্দনকুমার দাস ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন ঘটনায়। জখম ও মৃতদের উদ্ধার করে খড়্গপুর
মহকুমা হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে ঘাটালেও শনিবার ভোরে হঠাৎ একটি লরি দোকানে
আসা লোকজনকে পরপর ধাক্কা মেরে পিষে দিয়েছে। মৃত্যু হয়েছে সেখানেও একজনের।

 

 

খড়্গপুরের ঘটনায় পুলিশ সূত্রে
জানা গিয়েছে
, রাতে বেনাপুর রেলগেটের কাছে টহলরত পুলিশের ভ্যান থেকে
নেমে ওড়িশা ট্রাঙ্ক রোডে দাঁড়িয়ে ছিলেন কর্তব্যরত রামানন্দ দে৷ গাড়িতে ছিলেন অন্য
পুলিশকর্মীরা। সেই সময় খড়্গপুর অভিমুখে থাকা একটি মার্সিডিজ গাড়ি দ্রুতগতিতে এসে
রাস্তায় দাঁড়িয়ে থাকা ওই পুলিশ আধিকারিককে ধাক্কা মারে। ছিটকে যান রামানন্দ। এর
পরেই গাড়িটি রেলগেটের সিগন্যাল পোস্টে ধাক্কা মেরে বাঁ-দিকে থাকা একটি ঝুপড়ি
চা-দোকানে ঢুকে যায়। ভয়ঙ্কর এই দুর্ঘটনার সাক্ষী পুলিশকর্মীরা দ্রুত ছুটে এসে
রামানন্দকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এর পরে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে
জখমদের বের করতে চলে উদ্ধারকাজ। ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের
সহযোগিতায় একে-একে গাড়ি থেকে পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই
রামানন্দ ও জাহাঙ্গীরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি জখমদের মেদিনীপুর
মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালেও শনিবার দুপুরে সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে ৷

 

 জানা গিয়েছে, মকরামপুরের একটি ধাবায়
খাওয়াদাওয়া করে ওই দামি মার্সিডিজ গাড়িতে ফিরছিলেন জাহাঙ্গীর ও তাঁর সঙ্গীরা। তবে
তারা মদ্যপ ছিলেন কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদেহগুলি আপাতত খড়্গপুর মহকুমা
হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

 

অন্যদিকে ঘাটালের দাসপুর থানার
বেলতলা এলাকায় শনিবার ভোর চারটে নাগাদ প্রচন্ড গতিতে আসা একটি মালভর্তি লরি পরপর
ধাক্কা মেরে বাজারে দুর্ঘটনা ঘটায়। ভোরবেলা সবজি ও মাছের ব্যবসায়ীরা বাজারে
হাজির হয়েছিলেন ব্যবসায় যাওয়ার জন্য। হঠাৎ লরিটি পরপর বিভিন্ন দোকান ও
ব্যবসায়ীদের ধাক্কা মেরে দূরে গিয়ে দাঁড়িয়ে যায়। কখন পাঁচজন গুরুতর জখম হন।
এরমধ্যে হাসপাতালে নিয়ে গেলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

Previous articleJune Mali : মেদিনীপুর শহর সংলগ্ন ১৭ হাজার ছাত্রছাত্রীর পোশাক তৈরি করলেন “স্বয়ংসিদ্ধা”, হস্তান্তর করলেন জুন মালিয়া
Next articleMidnapur Municipality : হাইকোর্টের নির্দেশে অবৈধ ক্লাব ভাঙতে গিয়ে পৌরকর্তারা দেখলেন চলছে পড়াশোনা, জেসিবি ডাম্পার পুলিশ নিয়ে ফিরলেন পৌরকর্তারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here