Accident : বেপরোয়া ট্রাক পিষে মারলো স্কুটি চালককে, ট্রাক চালককে পিটিয়ে মেরে ফেলল জনতা, বাঁচাতে গিয়ে মার খেলেন পুলিশের আইসি
Kharagpur :
বেপরোয়া ট্রাক খড়গপুর শহরে প্রবেশ করে বুধবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেয়
এক স্কুটি চালক যুবককে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। এরপরেই ক্ষুব্ধ জনতা লরি
চালককে ধরে বেধড়ক মারে। খবর পেয়ে ছুটে যায় খড়গপুর টাউন থানার পুলিশ। আইসি
রাজিব পাল এর নেতৃত্বে পুলিশ বাহিনী লরি চালককে বাঁচাতে গিয়ে প্রচন্ডভাবে
আক্রান্ত হন। প্রচণ্ডভাবে মার খেয়েছেন খড়গপুর টাউন থানার আইসি রাজিব পাল। শেষে
বিশাল পুলিশ বাহিনী এনে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে গভীর রাতে উদ্ধার হয় সকলকে।
গণপ্রহার থেকে লরি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠালেও মৃত্যু হয় তার।
চিকিৎসাধীন টাউন থানার আইসি-ও। ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। তবে সেই
ঘটনার মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।
বুধবার রাত
দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে খড়গপুর শহরের নিউ ট্রাফিক এলাকায়। ওই এলাকার স্থানীয়
বাসিন্দা অর্জুন নায়েক (৩২) স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন। যেকোনো কারণে দ্রুত
গতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পৃষ্ঠ করে দেয় ওই যুবককে। ঘটনাস্থলেই
মৃত্যু হয় ওই যুবকের। এরপরে প্রত্যক্ষদর্শী স্থানীয়রা লরিটিকে যে কোন ভাবে আটক
করে চালককে ধরে ফেলে। তাকে ধরেই শুরু হয় গনপ্রহার। খবর পেয়ে সেখানে ছুটে আসে
খড়গপুর টাউন থানার পুলিশ। চালককে উদ্ধার করতে গিয়ে গণপ্রহার খেতে হয় টাউন থানার
আইসি রাজিব পাল কেও। প্রহৃত হয়েছেন পুলিশের অন্যান্য কর্মীরাও। পরে বিশাল পরিমাণে
পুলিশ ফোর্স এনে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে।
এই ঘটনায়
টাউন থানার আইসি সহ গুরুতর আহত লরিচালককে চিকিৎসার জন্য পাঠানো হলেও লরি চালকের
মৃত্যু হয় কলকাতায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে। ঘটনায় বেশ কিছু ব্যক্তিকে
আটক করেছে পুলিশ।
Kharagpur, Medinipur, accident, police clash, mobe lynching, police beat, police hackle, accident death, kharagpur town, Kharagpur town police, Medinipurlive,