Home Blog Abhisekh Banerjee: ঝাড়গ্রামে কুড়মিদের ক্ষোভে অভিষেক ব্যানার্জি, শনিবার নেত্রীকেই ঘাগরঘেরার ডাক কুড়মিদের....

Abhisekh Banerjee: ঝাড়গ্রামে কুড়মিদের ক্ষোভে অভিষেক ব্যানার্জি, শনিবার নেত্রীকেই ঘাগরঘেরার ডাক কুড়মিদের. কুড়মিরা জানান দিল পুলিশকে

21
0

 

মেদিনীপুর: ঝাড়গ্রাম জেলাতে
অভিষেক ব্যানার্জীর নব জোয়ার যাত্রা আটকে দেয় কুড়মিরা। বাড়তি তৎপরতা পশ্চিম
মেদিনীপুর জেলাতে। এরই মাঝে শুক্রবার সন্ধ্যায় কুড়মিদের ঘাগরঘেরা কেন্দ্রীয়
কমিটির পক্ষ থেকে জেলা পুলিশ সুপারকে চিঠি দিয়ে জানানো হয়েছে “এবার আর
অভিষেক ব্যানার্জি নয়
,এবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাগর
ঘেরা করা হবে শালবনিতে।”তাহলেও ঝাড়গ্রাম থেকে খড়গপুর ঢোকা পর্যন্ত রাস্তায়
ব্যাপক তৎপরতা পুলিশের। কাটছাঁট করা হলো একাধিক যাত্রাপথ। শুক্রবার সন্ধ্যার পর
পুলিশ বাহিনীর বিশেষ কৌশলী বৈঠক। তবে তৃণমূলের দাবি-” কাটছাঁট হলেও অল্প
নবযাত্রাতেই ব্যাপক সাড়া ফেলবে পশ্চিম মেদিনীপুর।”

 

দলের নির্ধারিত কর্মসূচি অনুসারে
শনিবার দুপুর দুটোর মধ্যেই পশ্চিম মেদিনীপুরের চৌরঙ্গীতে হাজির হবে অভিষেক
ব্যানার্জি নেতৃত্বে নবজোয়ার যাত্রা। সেখানেই স্বাগত জানানোর প্রস্তুতি রেখেছে
জেলা তৃণমূল। চৌরঙ্গীর ওই স্থানে তৃণমূলের শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ব্যানার
পোস্টারে ছয়লাপ করে দেওয়া হয়েছে। স্বাগত জানানোর পয়েন্টেই ছোট্ট একটি সভা করার
কর্মসূচি রয়েছে অভিষেক ব্যানার্জির।

 

এই লক্ষ্যকে সফল করতে শুক্রবার
দুপুরে তৃণমূলের বিভিন্ন বিধায়ক ও নেতৃত্বরা বৈঠক করেন চৌরঙ্গী এলাকায়। ছিলেন
বিধায়ক দিনেন রায় অজিত মাইতি পরেশ মুর্মু সহ অন্যান্যরা। বৈঠকের পরে চৌরঙ্গীতে
একাধিক প্রস্তুতি নেন তারা। অজিত মাইতি বলেন-” আমরা সমস্ত ভাবে তৈরি রয়েছি
৪০ হাজারের বেশি মানুষ উপস্থিত থাকবেন চৌরঙ্গী থেকে কেরানিচটি পর্যন্ত রাস্তার
মধ্যেই। অন্যান্য জেলার প্রস্তুতিকে ছাপিয়ে যাবে।” চৌরঙ্গীতে ছোট্ট পথসভা
সেরে অভিষেক ব্যানার্জি জাতীয় সড়ক ধরে রোড শো করতে করতে হাজির হয়ে যাবেন শালবনি
স্টেডিয়ামে। শনিবার বেলা সাড়ে তিনটা নাগাদ হেলিকপ্টারে করে শালবনীতে নামার কথা
রয়েছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নেত্রী মমতা
বন্দ্যোপাধ্যায় বিকেল থেকে শালবনী স্টেডিয়ামে একাধিক কর্মসূচি করবেন। রাতে
সেখানেই অধিবেশন ও ভোট পর্ব।

 

বিধায়ক দিনেন রায় বলেন-”
পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জীর এই নবজোয়ার যাত্রা ভালো প্রভাব
ফেলবে। আরো প্রভাব পড়বে নেত্রীর উপস্থিতির কারণে।”


অন্যদিকে শুক্রবার দুপুরে ঝাড়
গ্রামের নারায়নপুর এলাকাতে অভিষেক ব্যানার্জির নবজোয়ার যাত্রা আটকে দিয়েছিল
কুড়মি সম্প্রদায়ের লোকজন। সেটাকে এড়াতে পুলিশের একাধিক কৌশল বৈঠক হয়েছে
শুক্রবার দুপুর থেকে। মেদিনীপুর শহরে প্রদ্যুৎ স্মৃতি সদনে এই কৌশলী বৈঠক হয়
সন্ধ্যার পর। তার মাঝেই কুড়মি সংগঠনের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার ধৃতিমান
সরকারের দপ্তরের একটি চিঠি দিয়ে জানানো হয়- “শনিবার নেত্রী মমতা
বন্দ্যোপাধ্যায়কে শালবনিতে ঘাগরঘেরা করা হবে”। সংগঠনের পক্ষ থেকে সুমন
মাহাতো বলেন-” গত কয়েকদিনে বেশ কয়েক দফাতে অভিষেক ব্যানার্জিকে ঘাগরঘেরা
করা হয়েছে। এবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই ঘাগরঘেরা করা হবে। শালবনীর কমলা
এলাকাতে হেলিপ্যাডে নেমে তিনি যখন স্টেডিয়ামে ঢুকবেন তার মাঝেই আমরা তাকে আটকে
প্রতিনিধি মূলক দাবি জানাবো। তবে সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণ উপায়ে।”

#Kurmi, #Mahato, #NabajoarYatra, #AbhisekhBanerjee,
#Jangalmahal, #Midnapur,#Medinipur,#Midnapurtown, #Salboni, #Khemasuli, #Jhargram,#MamataBanerjee,
#ঘাগরঘেরা, #কুড়মি,#মাহাতো, #জঙ্গলমহল, #অভিষেক ব্যানার্জী,#TMC, #Medinipurlive

 

 


Previous articleAbhishek Banerjee: নবজোয়ার যাত্রাতে জঙ্গলমহলে ‘অভিষেক ব্যানার্জি ও মমতা বন্দ্যোপাধ্যায়’ দুজনেই,পাল্টেগেল নবজোয়ারের যাত্রাপথ
Next articleEgra blast: সরকারি উদ্যোগে খোলা হবে বাজি কারখানা, বাজি শ্রমিকদের দেওয়া হবে সেখানেই চাকরি: শালবনীতে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here