Home Medinipur Live Accident : রাস্তার পাশে দাঁড়িয়ে লরি, বেপরোয়া গিয়ে পেছন থেকে ধাক্কা যাত্রীভর্তি...

Accident : রাস্তার পাশে দাঁড়িয়ে লরি, বেপরোয়া গিয়ে পেছন থেকে ধাক্কা যাত্রীভর্তি বাসের, দুর্ঘটনা কেশপুরে

102
0

কেশপুর: ফের বেপরোয়া গতির কারণে বেসরকারি বাসে দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। শনিবার সাত সকালে এই দুর্ঘটনা ঘটেছে কেশপুর ব্লকের আনন্দপুর থানার অন্তর্গত বুড়াপাট এলাকাতে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিতে প্রচন্ড জোরে পেছন থেকে গিয়ে ধাক্কা মারে যাত্রী ভর্তি বেসরকারি বাস। ঘটনায় বাসের চালকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কেশপুর ও চন্দ্রকোনা হাসপাতালে।


স্থানীয় সূত্রে জানাযায়, ঘটনার সেই সময় বাসে ছিল প্রায় ৩০ থেকে ৪০ জন যাত্রী। সাত সকালে সকলেই নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য বেরিয়েছিলেন চন্দ্রকোনার দিক থেকে। বাসটি বুড়াপাট হয়ে মেদিনীপুরের দিকে যাচ্ছিল। সকালেই এই দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে বাসটি। যেকোনো কারণে প্রচন্ড গতিতে পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে বেসরকারি বাস। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা অনেকে ঠোকাঠুকি হয়ে যান। আহত হন বাসের চালক নিজেও। কি কারনে এমন হল তা নিয়ে প্রশ্ন উঠেছে ! অনেকেই মনে করছেন চালকের চোখে ঘুম ছিল, কেউবা বলছেন যান্ত্রিক গোলযোগ। তবে ঘটনার তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ।



আহতদের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে ২ জন বাস যাত্রীকে প্রাথমিক চিকিৎসা করার পর সেখান থেকে স্থানান্তর করা হয় অন্যত্র। এবং এক যাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর  ছেড়ে দেওয়া হয়। আরো বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয় কেশপুর হাসপাতালে বলে জানা গিয়েছে। ঘটনায় বাসের চালক আহত হয়েছেন।

Previous articleGhatal : ছাদের জল ফেলতে বারন করেছিল,কাকাকে কুপিয়েই মেরে ফেললো ভাইপো, অভিযুক্তদের বাড়ি ঘেরাও করে উত্তেজনা গ্রামবাসীর
Next articleTiger : রেডিও কলার জানাচ্ছে বাঘ বেলপাহাড়িতেই ! যন্ত্র হাতে কর্মীরা ছুটছেন বিভিন্ন জায়গায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here