Home Medinipur Live Python : খাবারের খোঁজে জঙ্গল থেকে বাড়িতে পৌঁছে গেল ১৫ ফুটের ময়াল...

Python : খাবারের খোঁজে জঙ্গল থেকে বাড়িতে পৌঁছে গেল ১৫ ফুটের ময়াল সাপ, আতঙ্ক

129
0

গোয়ালতোড়: জঙ্গল ছেড়ে এবার গৃহস্থের বাড়িতে পৌঁছে গেল বিশাল আকারের ময়াল সাপ। মূলত খাবারের সন্ধানেই লোকালয়ে প্রবেশ। পরিবারের লোকেরা বিশাল ময়াল সাপকে দেখে রীতিমতো হুলুস্থুল কান্ড ৷ তবে তাকে কোনোভাবে একটি জালে জড়িয়ে আটকে দেয় ৷ দেখা যায় বহু পুরনো সেই ময়াল সাপটি ৷  খবর পেয়ে বনকর্মীরা সেখানে হাজির হয় ৷ উদ্ধার করে ফের ছেড়ে দিয়ে আসে গভীর জঙ্গলে।

ঘটনাটি সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় রেঞ্জের রামগড় বিট এলাকায়। বনদপ্তর থেকে জানা গিয়েছে, সোমবার সকালে রামগড়ের চৌকিচটি তেঁতুলতলা এলাকায় একটি গৃহস্থের বাড়ির সীমানায় পৌঁছে গিয়েছিল। বাড়ির পাশে থাকা ছোট আগাছার মধ্যেই সে ওত পেতেছিল খাবারের সন্ধানে। সকাল হতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে মুরগি, ছাগল সহ গবাদি পশু। সেই মুরগি দেখতে পেয়ে নড়েচড়ে বসে বিশাল আকারের ময়াল সাপটি। আর তখনই নজরে আসে বাড়ির লোকজনদের। প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের লোকেরা ৷ পরে পাড়ার লোকেদের সহযোগীতায় জালে আটকে ফেলা হয় সাপটিকে ৷

YouTube player

স্থানীয়রা এরপর খবর দেয় স্থানীয় রামগড় বিট অফিসে। বনদফতরের কর্মীরা দেখেন সাপটি পুরনো ও প্রায় ১৫ ফুট লম্বা ময়াল সেটি ৷ সেটিকে উদ্ধার করে বস্তা বন্দী করে নিয়ে যায়। গোয়ালতোড় রেঞ্জ আধিকারিক বাবলু মান্ডি জানিয়েছেন, “প্রায় ১৫ ফুট লম্বা একটি ময়াল সাপ উদ্ধার হয়েছে। কারো কোন ক্ষতি হয়নি। সাপটিও সুস্থ রয়েছে। তাকে পুনরায় গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে লোকালয়ে বিশাল আকারের ময়াল সাপের প্রবেশ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে।

Previous articlePuja Carnival : সকাল থেকেই রাস্তা রঙিন হচ্ছে মেদিনীপুরে, দ্বিতীয় কার্নিভাল নজর কাড়বে সন্ধায়
Next articleRGKar protest: বাংলা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য -এই কথাটা যদি আন্দোলনকারীরা একটু মাথায় রাখতেন, তাহলে বিশ্বের দরবারে বাংলা আলোচনার বিষয়বস্তু হতো না। -আন্দোলনকারীদের উদ্দেশ্যে বললেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here